
আইইএলটিএস (IELTS Academic)নিয়ে কিছু কথা

মোহায়মিনুল
ইসলাম: আমি এমন অনেকেই দেখেছি যাদের জিপিএ অনেক ভালো কিন্তু তারা আইইএলটিএস দিতে রাজি
নয়। কেন তারা আইইএলটিএসকে এত ভয় পায় জানা নেই। তাই তারা এমন দেশ খুঁজে যেখানে আইইএলটিএস
লাগে না। তবে আমার মতে আইইএলটিএস আহামরি কোন বিষয় নয়। মোটামুটি একটা ভালো আইইএলটিএস
স্কোর আপনাকে যেমন ভালো ভার্সিটিতে এডমিশন পেতে সাহায্য করবে, তেমনি স্কলারশিপ, ভিসা পেতেও
সাহায্য করবে। তাই যাদের স্বপ্ন বিদেশে উচ্চ শিক্ষা, তাদেরকে বলবো আইইএলটিএস দেবার জন্য।
প্রস্তুতি:
অনেকেই চিন্তা করেন যে কোচিং না করলে আইইএলটিএস এ ভালো স্কোর পাওয়া সম্ভব না। তাই একটা ভালো অংকের টাকার বিনিময়ে কোচিং-এ ভর্তি হয়ে যায়। আমি বলছি না কোচিং এ পড়ে আপনার উপকার হবে না। তবে নিজে নিজেই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে ভালো স্কোর তুলতে পারবেন। এর জন্য দরকার পরিশ্রম, ধৈর্য্য।
স্পিকিং: স্পিকিং এ ভালো করতে হলে প্রাকটিসের
বিকল্প নেই। ভালো হয় এমন কারো সাথে প্রাকটিস করা যে সামনে আইইএলটিএস দিবে৷ আর যদি
কাউকে না পান, তবে বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে প্রাকটিস করতে পারেন। শুধু বইয়ের উত্তর মুখস্ত
করে গেলে হবে না।
রাইটিং: রাইটিং এ ভালো স্কোর পাওয়া একটু
কঠিন। কিন্তু অসম্ভব কিছু না। প্রতিদিন কিছু না কিছু লিখুন। আর পারলে কোন এক্সপার্ট
কি দিয়ে আপনার লেখাগুলো চেক করিয়ে নিয়েন। এতে আপনার ভুল গুলো বুঝতে পারবেন। গ্রামাটিক
ভুলগুলো ধরার জন্য একটা ওয়েবসাইট আছে, যেটি ব্যবহার করতে পারেন।
লিসেনিং: লিসেনিং এ কোন শটকার্ট নেই। অনেক
অনেক প্রাকটিস করতে হবে। আর ফ্রি সময়ে TEDx, BBC podcast, English news শুনতে হবে।
রিডিং: রিডিং এ ভালো করতে গেলে "scanning" &
"skimming" এ ভালো হতে হবে। প্রস্তুতির প্রথম দিকে ইংরেজি
নিউজপেপার, আর্টিকেল পড়তে পারেন কাজে দিবে।
বই:
১। Cambridge: যারা আইইএলটিএস দিয়েছেন তার সবাই প্রথমে বলবে ক্যামব্রিজের অফিসিয়াল আইইএলটিএস এর বই গুলো কিনতে। আমিও তাদের সাথে একমত। ক্যামব্রিজের এখন পর্যন্ত ১৫ টা বই আছে। অনেকেই দেখেছি ১-১৫ পর্যন্ত কিনে। এটা অনেকটা টাকা নষ
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।