প্রতিবাদ
প্রতিবাদ
মোঃ হেদায়েতুল ইসলাম
ধর ধর দুর্নীতিবাজ, ভুলে যা ভয়-ভীতি
লাজ,
সবকিছু খাচ্ছে কুঁড়ে, সমাজের মাথা মুড়ে।
দুর্নীতি করে তারা, দিয়ে দেয় দায়সারা,
সাধারণ মানুষ যারা, কষ্টে হয় পাগল পারা।
দুর্নীতির ভেলকি জালে, যায় অসহায় রসাতলে
সৎ'রা আওয়াজ তোলে, ছাড় নেই দুর্নীতিবাজদের ভালে।
বহুরূপী তারা সাজে, দুর্নীতি করার কাজে,
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।
রাতদিন খারাপ খোঁজে, সুনীতি নয় তো বোঝে।
জাগো বীর যুবা সবে, দুর্নীতিবাজদের বন্দি করো এ ভবে,