বাঙালির বিজয়
পাক হানাদাররা কেড়ে নিতে চেয়েছিল মায়ের মুখের বুলি,
তাই অবুঝ শিশুর বুকে হানাদারেরা চালাইতো অঝোরে গুলি।
হানাদারেরা কত মায়ের বুক করেছিল খালি আর নিঃস্ব,
অবাক হয়ে দেখেছিল এ বর্বর
কান্ড মোদের প্রিয় বিশ্ব।
কত মা বোন যে সম্ভ্রম হারিয়ে হয়েছিল পাগল পারা,
নির্মম নির্যাতনের শিকার ছিল বাঙালি পাকহানাদার দ্বারা।
কারখানা, গৃহ, অমূল্য সম্পদ ধ্বংসে হানাদারেরা মত্ত ছিলো,
বুদ্ধিজীবী জ্ঞানী-গুণীদের ওই নরপিচাশেরা হত্যা করেছিল।
ইশ! শোনেনি ওরা অজস্র মায়ের করুণ আহাজারি,
অসহায় শিশুর অশ্রুসিক্ত নয়ন করেনি পাষণ্ডদের মনকে ভারী।
তাইতো ত্যাগী বীর বাঙ্গালী দেশমাতৃকার তরে,
জলে-স্থলে-অন্তরীক্ষে বীরেরা স্বাধীনতার জন্য গেছে লড়ে।
ন'টি মাস যুদ্ধ করেছিল
বাঙালি কভু করে নিতো ভয়,
অনেক ত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল গৌরবের স্বাধীনতা ও বিজয়।
BCYSA/ মাসুম বিল্লাহ
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।