আজ মহান ২১ শে ফেব্রুয়ারি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”
ফারহানা শুচিঃ
আজ সেই দিন
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।
বাজবে আবার প্রভাত ফেরির গান।
স্মৃতিতে জাগবে
সেই দিনের ছবি,
রাজপথে পরে থাকা
রক্তাত্ব জোয়ান,
নির্ভয় চোখ, ক্ষিপ্ত
চাহুনি
কন্ঠে ধ্বনিত
একটাই গান-
“মাতৃভাষা বাংলা চাই”
দিবো যদি