কভু ভুলনা
কভু ভুলনা
মোঃ হেদায়েতুল ইসলাম
মানুষ হয়ে মানুষকে যে ঠকায় তার পরিণতি ভালো না,
সৃষ্টির সেরা জীব মানুষ সে কথা কভু তুমি ভুলনা।
মনুষ্য মনে অকারণ দুঃখ দেওয়া যে ভালো না,
বিবেক দিয়ে বিচার করো অর্বাচীন হয়োনা।
অন্যের বিপদ দেখেও কেন সাহায্য করো না,
স্বার্থান্ধ হয়ে গেছো তুমি কেন তা বোঝো না।
অন্যায় দেখে ভয়ে চুপসে নির্বোধ হয়ে যেওনা,
প্রতিবাদ করো প্রতিরোধ গড়ো কভু ছাড় দিওনা।
মুখোশধারীর মুখোশটা কেন উন্মোচন করো না,
অকৃতজ্ঞ লোক বহুরূপী ওদের আপন ভেবোনা।
সময়ের যে কদর না বোঝে তার পিছু নিও না,
অপচয় করে যে তার পদাঙ্ক অনুসরণ করোনা।
মনে রেখ ধৈর্যহীন মানুষ সঙ্গী কভু করো না,
অধ্যবসায়ী মানুষ সাথে নিয়ে চলতে কভু ভুলনা।
BCYSA/ Sagar Hossain
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।