বাংলাদেশিদের পাঠানো ছবিতে চীনে ঈদুল ফিতর ২০২২ উদযাপনের মুহুর্ত
বিসিওয়াইএসএ নিউজঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছেন
চীন প্রবাসী বাংলাদেশিরা। চীনা এবং বিদেশী মুসলিম সহ এতে অংশ নেয় চীনের বিভিন্ন প্রদেশ
এবং শহরে অবস্থানরত অসংখ্য শিক্ষার্থী এবং কর্মজীবী প্রবাসী বাংলাদেশি।
চলুন, দেখে আসি তাদের পাঠানো ছবিতে চীন প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন মুহূর্তঃ
Farzana Liza: Lanzhou University, Lanzhou
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।