
চীনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষার্থী নিহত

গত ২৭ শে অক্টোবর চীনের হেবেই প্রদেশের হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী মো: সজিব মৃধা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ইন্না ইলাইহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
২৭ শে অক্টোবর রাতে চীনের হেবেই প্রদেশে এই দূর্ঘটনা ঘটে। শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইসিএ) শিক্ষার্থীর মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করছেন।
বিসিওয়াইসিএ এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক প্রকাশ করছে। সাথে চীনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মটর সাইকেল চালানোয় আরও সাবধানতা অবলম্বনের জোর তাগিদ জানাচ্ছে।
Helaly/Arif/Maruf
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।