চীনের রাজধানীতে ৬ষ্ট তম শারদীয়া দূর্গাপূজা ও প্রথম কুমারী পূজা উদযাপন
প্রতি বছরের ন্যায় এবছরও চীনে উদযাপিত হলো সনাতনধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। ৬ষ্ট বারের মত বাংলাদেশ ও ভারতীয় বাঙ্গালীদের যৌথ কমিউনিটি - বেইজিং বং এই দূর্গাপূজা আয়োজন করে। উক্ত পূজা পৌরহিত্য করেন BCYSA এর প্রচার সম্পাদক এবং চিংহুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থী নয়ন চৌধুরী অর্জুন এবং ভার্চুয়ালি পূজার সার্বিক পরিচালনায় ছিলেন ভারতীয় পন্ডিত বিনয় ভুষনঝা। তবে এবারের পূজায় প্রধান আকর্ষন ছিলো কুমারী পূজা, যেটি চীনে এইবছর ১ম বারের মত অনুষ্টিত হয়।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।