ইয়াংঝও ইউনিভার্সিটির ২০২৪ ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান
জীবন একটি চাকার মতো রাতের পর যেমন দিন আসে, দুঃখের পরেও তেমন সুখ আসে। আবার সেই সুখে বিমোহিত হয়ে থাকতে থাকতে হঠাৎ জীবনে দুঃখের আবির্ভাব হয়, তখন আমাদের দৃঢ়তা এবং কঠোর পরিশ্রম আমাদের সেই বাঁধা-বিপত্তি পেরিয়ে আবার সুখের সন্ধাণ পেতে সাহায্য করে। আর জীবনে সবকিছুর শুরুই অনেক সুন্দর এবং রোমাঞ্চকর হয় কিন্তু শেষ হয় অম্লমধুর। সাফল্যের আত্মতৃপ্তি থাকলেও মনে থাকে প্রিয় জায়গা আর প্রিয়জনদের ছেড়ে যাওয়ার বেদনা। কিন্তু জীবন যে এমনই, এই বেদনা মেনে নিয়েই আমাদের ছুঁটে চলতে হয় দুর্বার গতিতে পরবর্তী সাফল্যের সন্ধানে।
গত ১৯ জুন ২০২৪ সালের সকাল ৯:৩০ ঘটিকায় ইয়াংঝউ বিশ্ববিদ্যালয়ের লোটাস পন্ড ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আন্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় দশ হাজারের বেশি গ্রাজুয়েট শিখার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি জিয়াও শিনান ও পার্টি প্রেসিডেন্ট ডিং জিয়ানিং। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্কুলের নেতাগণ, স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, প্রত্যেক কলেজের দায়িত্বরত প্রধান, সাধারণ শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সাই ইংওয়েই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের শুরুতেই পার্টি সেক্রেটারি এবং প্রেসিডেন্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পার্টি সেক্রেটারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল গ্রাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের পরবর্তী জীবনে সাফল্য কামনা করেন। তারপর ভাইস-প্রেসিডেন্ট ওয়াং চেংতাং বিশ্ববিদ্যালয়ের আউটস্ট্যান্ডিং গ্রাজুয়েট শিক্ষার্থীদের নামের তালিকা পাঠ করে শুনান।সবার শুভেচ্ছা বক্তব্য শেষ হবার পর সবাই দাঁড়িয়ে চীনা জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের সকল আউটস্ট্যান্ডিং গ্রাজুয়েটদের তাঁদের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। গ্রাজুয়েট শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে এগ্রিকালচার কলেজের ডং ঝেনজিয়ে বক্তব্য রাখেন। তার বক্তব্যে সে ইয়াংঝও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, স্টাফ এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করেন। তারপর শিক্ষকদের পক্ষ থেকে ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ঝাং রুইহং বক্তব্য রাখেন। তিনি সকল গ্রাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের পরবর্তী জীবনে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, "আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা সর্বদা একটি উদ্যোগী মনোভাব বজায় রাখবে, আত্ম-উন্নতির মনোভাব বজায় রাখবে এবং জীবনের প্রতিটি পদক্ষেপ যত্ন সহকারে পরিকল্পনা করবে। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা প্রতিকূলতার মধ্যে সবসময় কঠোর পরিশ্রমের মনোভাব বজায় রাখবে। আমি আশা করি ছাত্ররা বুঝতে পারবে যে 'দুঃখ একটি আশীর্বাদ', পাওয়া এবং না পাওয়ার বিষয়ে খুব বেশি চিন্তা করবে না এবং জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে তোমাদের হৃদয়ের ইচ্ছেকে তোমরা প্রাধান্য দিবে। শুধুমাত্র কষ্ট সহ্য করার সাহস করলেই তোমরা আশীর্বাদ পেতে পারবে। অবশেষে, তিনি প্রত্যেক স্নাতকের একটি উজ্জ্বল ভবিষ্যত এবং সাফল্যমন্ডিত কর্মজীবন কামনা করেন।"
তারপর গ্রাজুয়েট শিক্ষার্থীরা সমস্বরে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নিজেদের সর্বোচ্চ নিয়োজিত করার শপথ গ্রহণ করে। শপথ গ্রহণে শিক্ষার্থীদের নেতৃত্ব দেন রসায়ন ও রসায়ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ওয়েন জিং। তারপর গ্রাজুয়েট শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের কালচারাল ক্রিয়াকলাপ যেমন- নাচ, গান, ফ্যাশন শো, ট্রান্সিশন আর্ট এবং ভিডিওগ্রাফী ইত্যাদির আয়োজন করে। কালচারাল প্রোগ্রাম শেষে গ্রাজুয়েট শিক্ষার্থীদের ডিগ্রী প্রদানের অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সকল নেতারা স্টেজে আরোহণ করেন এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের ডিগ্রী প্রদান করেন। সব শেষে সমস্বরে ইয়াংঝও বিশ্ববিদ্যালয়ের এ্যান্থেম গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হয়।
পৃথিবীতে যা কিছুরই শুরু আছে তার শেষও আছে। আবার অনেক কিছু শেষ হয়েও চির অমলীন থেকে যায়। আশা করি ইয়াংঝও বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের সকল গ্রাজুয়েট শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে সমাজ এবং দেশের মানুষের উন্নতির জন্য কাজ করবে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। হয়তো সবার সাথে আবার কখনো দেখা হবে কোনো এক বিজয়ে।
Happy Graduation to all the YZUers!
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।