
কৃত্রিম চুম্বক ক্ষেত্র তৈরিতে চীনের বিশ্ব রেকর্ড

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কৃত্রিম চুম্বক ক্ষেত্র তৈরি করে সম্প্রতি বিশ্ব রেকর্ড গড়লো চীন!
নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণায় আমেরিকার পর বর্তমানে বড় ধরনের চমক সৃষ্টি করেছে রেড জায়ান্ট চীন। ঠিক এবার তারই ধারাবাহিকতায় চীন
সাম্প্রতিক সময়ে তৈরি
করেছে পৃথিবীর সবচেয়ে
শক্তিশালী কৃত্রিম চুম্বক
ক্ষেত্র, যার সক্ষমতা
৪২.০২ টেসলা,
যা নতুন একটি
বিশ্ব রেকর্ড। এটি
পৃথিবীর প্রাকৃতিক চুম্বক
ক্ষেত্রের চেয়ে আনুমানিক
৮ লক্ষ গুণ
বেশি শক্তিশালী। এই অর্জন
সম্ভব হয়েছে চাইনিজ
একাডেমি অব সায়েন্সের
হেফেই ইনস্টিটিউট অব
ফিজিক্যাল সায়েন্স এর গবেষকদের
প্রচেষ্টায়।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর চীনের বিজ্ঞানীরা ৪২.০২ টেসলা সক্ষমতার একটি কৃত্রিম চুম্বক ক্ষেত্র তৈরি করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন, যা ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউএস ন্যাশনাল হাই ম্যাগনেটিক ফিল্ড ল্যাবরেটরির তৈরি ৪১.৪ টেসলা রেকর্ডকে ভেঙে দিয়েছে। এই শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করতে প্রায় ৩২.৩ মেগাওয়াট বিদ্যুৎ শক্তি ব্যয় হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল "কোয়ান্টাম ফেজ ট্রানজিশন" নিয়ে গবেষণা করা, যা পদার্থবিজ্ঞানে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে সহায়ক হবে।
চীনের এই অর্জন
কেবল বিশ্বব্যাপী চুম্বকীয়
গবেষণার ক্ষেত্রে একটি
মাইলফলক নয়, বরং
এটি প্রমাণ করে
যে তারা প্রযুক্তি
এবং বিজ্ঞান গবেষণায়
শীর্ষস্থানীয় ভূমিকা পালন
করছে।
তথ্য: সিনহুয়া, নেচার, গ্লোবাল টাইমস, সায়েন্স।
Arif/Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।