
চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রথম বেল্ট অ্যান্ড রোড ফোরাম – ২০২৫ এর আয়োজন

বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট এসোসিয়েশন (বিসিওয়াইএসএ) বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং চীনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মজীবীদের সার্বিক উন্নতি ও ঐক্য প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সফলতার সাথে কাজ করে আসছে। বাংলাদেশের বর্ণিল সংস্কৃতি এবং ঐতিহ্য চীনের মানুষের কাছে সুন্দর ভাবে তুলে ধরার জন্য সারা বছরব্যাপী চীনে বসবাসরত বাংলাদেশিদের মাঝে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক এবং শিক্ষণীয় অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে বিসিওয়াইএসএ।
এরই ধারাবাহিকতায় ৮ই ফেব্রুয়ারি ২০২৫, বাংলাদেশ সময় বিকাল ৫:০০ ঘটিকায় এই সংঘটনের পক্ষ থেকে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “দি ফার্স্ট বেল্ট এন্ড রোড ফোরাম ফর অ্যাডভান্সমেন্ট অফ চায়না এন্ড বাংলাদেশ রিলেশন - ২০২৫” শীর্ষক এক অনলাইন সেমিনার। যার মূল প্রতিপাদ্য বিষয় ছিলো - “চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা ও সুসম্পর্ক বৃদ্ধি করা”। এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলো বিসিওয়াইএসএ এবং সহযোগী আয়োজক ছিল উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়,চায়না, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও উত্তরা বিশ্ববিদ্যাল, বাংলাদেশ। মিডিয়া পার্টনার হিসাবে ছিল আজকের পত্রিকা।
বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য আয়োজিত এই সেমিনারটি অনলাইনে প্ল্যাটফর্মে আয়োজিত হয়েছিল। উক্ত অনুষ্ঠানে চীন এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য পেশার কর্মজীবীরা মিলে প্রায় ১০০+ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। সম্পূর্ণ অনুষ্ঠানজুড়ে সবার খুব সতস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় ছিলো।
প্রথমেই বিসিওয়াইএসএ এর যুগ্ম সাধারণ সম্পাদক সুয়াইবা তাসনিমের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক ডা: মনিরুজ্জামান শিহাবের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর বিশেষ বক্তব্য প্রদান করেন করেন বিসিওয়াইএস এর সহসভাপতি ড: এস এম মিনহাজ।
চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, পিএইচডি এবং পোস্টডক্টরালে অধ্যয়নরত সর্বমোট ছয় জন শিক্ষার্থী ৬ টি প্রবন্ধ উপস্থাপন করেন। এই প্রবন্ধ গুলো ছিল টেকনোলজি, ব্যবসা, ফ্যাশন ডিজাইন,চিকিৎসা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেল্ট এন্ড রোডের সুবিধা বাংলাদেশ কিভাবে পেতে পারে সেই বিষয়ে শিক্ষার্থীরা আলোকপাত করে। সবাই তাদের বক্তব্যে বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেক্টরে কিভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনা করেন।
কিনোট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন চীনের উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন স্কুলের ডীন অধ্যাপক তাও হুই, উত্তরা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পুরঃকৌশল, পরিবেশ এবং শিল্প প্রকৌশল স্কুলের ডীন, সহযোগী অধ্যাপক ডঃ মোঃ সুলতানুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডঃ মোঃ রুবেল মাহমুদ, স্বতন্ত্র বস্ত্র শিক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ মোঃ সাইফুর রহমান, চীনের গুয়াংডং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি স্কুলের সহযোগী অধ্যাপক এবং বিসিওয়াইএসের উপদেষ্টা ডঃ মিরাজ আহমেদ এবং উত্তরা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপ উপাচার্য অধ্যাপক ডঃ গৌড় গোবিন্দ গোস্বামী। তাঁরা সবাই তাঁদের বক্তব্যে সকলের অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-চীনের সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে এরকম আয়োজন সম্মুখ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও তাঁরা এরকম আকর্ষণীয় এবং যুগউপোযুগী আয়োজনের জন্য বিসিওয়াইএসএ এর ভূয়োসী প্রশংসা করেন।
সবশেষে বিসিওয়াইএসএ এর সভাপতি মোঃ জান্নাতুল আরিফ এর সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমাপনী বক্তব্যে তিনি অনুষ্ঠানকে সফল করার জন্য সকল অংশগ্রহণকারী, সহযোগী প্রতিষ্ঠান সহ বাংলাদেশ এবং চীনের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত কীনোট বক্তা ও শিক্ষকদেরকে সংঘটনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রতিশ্রুতি প্রকাশ করেন যে বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও একই রকমভাবে বিসিওয়াইএসএ নিরলসভাবে কাজ করে যাবে।
Arif/Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।