
বর্তমান সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি বৃত্তি হচ্ছে ANSO। কিছু কিছু ক্ষেত্রে এই বৃত্তি চীনা সরকারি বৃত্তির চেয়েও বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। আজ আপনাদের জানাবো এই বৃত্তি সম্পর্কে। কি কি সুযোগ সুবিধা আছে, আবেদনের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি নিয়েই আজকের লেখা।
দ্য অ্যালায়েন্স অব ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশনস (ANSO) হল একটি অলাভজনক, বেসরকারী আন্তর্জাতিক সংস্থা যা ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছে বিশ্বব্যাপী ৩৭ টি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থা। ANSO এর লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তিতে আঞ্চলিক এবং বৈশ্বিক ক্ষমতার উন্নতি করা, মানুষের জীবিকা এবং সুস্থতা, এবং বৃহত্তর বেল্ট এন্ড রোড সহযোগিতা ও যোগাযোগকে উন্নত করা।
প্রতিভাবান তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালে ANSO সারা বিশ্বে বৃত্তি চালু করে। প্রতি বছর ANSO বৃত্তি ২০০ জন স্নাতকোত্তর ছাত্র এবং ৩০০ জন পিএইচডি ছাত্রকে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (USTC), ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (UCAS) বা চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (CAS) ইনস্টিটিউট গুলোতে স্নাতকোত্তর শিক্ষা গ্রহণ করতে সহায়তা করে। বৃত্তি প্রাপ্তদের চাইনিজ ভাষা, চীনা সংস্কৃতি এবং সমস্ত প্রয়োজনীয় ক্রেডিটগুলির পাশাপাশি USTC/UCAS বা CAS ইনস্টিটিউটের কলেজ এবং স্কুলগুলিতে ব্যবহারিক গবেষণা এবং ডিগ্রি থিসিস সম্পূর্ণ করতে প্রশিক্ষণগুলো সম্পন্ন করতে হবে।
ANSO বৃত্তি এর সুযোগ-সুবিধা সমুহঃ
১। টিউশন ফি ফ্রি
২। মাসিক উপবৃত্তি: মাস্টার্স: ৩০০০ CNY/মাস, ৩৬ মাস পর্যন্ত; পিএইচডি: ৬০০০ বা ৭০০০ CNY/মাস (প্রথম পর্ব শেষ হলে USTC/UCAS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তার উপর নির্ভর করে। পাস করলে ৭০০০ CNY/মাস না করলে ৬০০০ CNY/মাস) ৪৮ মাস পর্যন্ত।
৩। স্বাস্থ্য বীমা
৪। আবেদন ফি ফ্রি
৫। প্রথমবারের বিমান ভাড়া ফ্রি (আবেদনকালে আবেদনকারী চীনে অবস্থান করলে এই সুবিধা পাবেন না।)
যোগ্যতাঃ
১। ইংরেজি বা চীনা ভাষায় দক্ষ হতে হবে।
২। মাস্টার্স ডিগ্রির জন্য ব্যাচেলর বা ডিপ্লোমা সার্টিফিকেট ও সর্বোচ্চ ৩০ বছর বয়স।
৩। পিএইচডি ডিগ্রির জন্যে মাস্টার্সের সার্টিফিকেট ও সর্বোচ্চ ৩৫ বছর বয়স।
৪। USTC/UCAS-এর আন্তর্জাতিক ছাত্রদের ভর্তির মানদণ্ড পূরণ করতে হবে।
৫। তার বৃত্তির সময়কালে অন্য অ্যাসাইনমেন্ট গ্রহণ করা যাবে না।
বিঃদ্রঃ
• কোনো শিক্ষার্থী যদি বর্তমানে চীনের কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিতে অধ্যয়নরত থাকেন, তাহলে তিনি এ বৃত্তির মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য যোগ্য নন।
• কোনো শিক্ষার্থী একই সাথে USTC এবং UCAS উভয় ক্ষেত্রে ANSO স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না, করলে ভর্তি থেকে অযোগ্য বলে ধরা হবে।
আবেদন করতে যা যা লাগবেঃ
১। পাসপোর্ট
২। ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড
৩। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক)
৪। দু'টি রেকমেন্ডেশন লেটার
৫। আইইএলটিএস (IELTS), এইচএসকে (HSK), অথবা ইংরেজি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট
৬। মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরম্যাট)
৭। পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়)
৮। স্ট্যাডি প্ল্যান/ রিসার্চ প্রপোজাল
৯। অন্যান্য সনদপত্র
১. আবেদন উপকরণ
USTC বিশ্ববিদ্যালয়ে আবেদনের নির্দেশনা জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে https://ic.ustc.edu.cn/en/v7info.php?Nav_x=9 এবং UCAS বিশ্ববিদ্যালয়ে আবেদনের নির্দেশনা জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে: https://english.ucas.ac.cn/index.php/admission/international-students/financial-aid।
২. আবেদন পোর্টাল
আবেদনের সময়সীমার আগে নিয়ম অনুযায়ী USTC/UCAS এর ভর্তি পোর্টালে আবেদন করুন এবং আবেদন পত্র জমা দিন। আপনার আবেদনে " the ANSO Scholarship for Young Talents " সিলেক্ট করুন। USTC বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে https://isa.ustc.edu.cn/xs/login_scho.asp এবং UCAS বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে https://adis.ucas.ac.cn/usersManager/changecn_en.do?pageName=users/login/login_en ।
আবেদনের পদ্ধতিঃ
প্রথম ধাপ: ANSO স্কলারশিপ প্রতি বছর ১লা নভেম্বর -এ আবেদনের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে এবং প্রতি বছর ৩১শে মার্চ আবেদনকারী এবং রেফারির জন্য সময়সীমা হয়ে থাকে (USTC এবং UCAS-এ আবেদনের সময়সীমা কিছুটা আলাদা হতে পারে, সঠিক সময় জানতে ওয়েবসাইট www.anso.org.cn ভিজিট করতে হবে)। USTC এবং UCAS উভয় বিশ্ববিদ্যালয়ের আবেদনকারীদের জন্য আবেদনের আগে হোস্ট সুপারভাইজার খুঁজে বের করা বাধ্যতামূলক নয়। তবে পছন্দের বিশ্ববিদ্যালয় থেকে যদি স্বীকৃতি স্মারক (প্রফেসর দ্বারা প্রি-একসেপ্টেড লেটার) নিতে পারেন তাহলে বৃত্তি পাওয়াটা একটু সহজ হয়ে যায়। এ ক্ষেত্রে, প্রফেসরকে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে বৃত্তি পাবার সম্ভাবনা বেশি।
দ্বিতীয় ধাপ: সব ডকুমেন্টগুলো পিডিএফ বা ইমেজ ফরমেট এ করে নেবেন। তারপর আপনার প্রফেসর বা এইচ আর আপনাকে তার বিশ্ববিদ্যালয়ের লিংক ও ইউজার নেইম দিবে। পরবর্তিতে লিংকে গিয়ে ইউজার নেইম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার দেওয়া ইমেলে একটি মেইল যাবে লিংকসহ, লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। অনেক সময় মেইল যেতে একটু সময় নেয় অথবা স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে চলে যায়।
তৃতীয় ধাপ: আপনার প্রোফাইলে গিয়ে অ্যাপ্লাই নাউ এ ক্লিক করবেন, তাহলে একটি তথ্য দেওয়ার পেইজ পাবেন। সঠিকভাবে আপনার তথ্যগুলো আপলোড দিবেন। নিচে একটি অপশন আসবে ‘কন্টাক্ট পার্সন ইন চায়না’ এখানে আপনি প্রফেসর ম্যানেজ করতে পারলে, তাঁর ইনফরমেশন দেবেন। তারপর সেইভ অপশন এ ক্লিক করলে সেটা সেইভ হয়ে পরবর্তী পেইজ আসবে, সেখানে আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এর নামসহ মেইল ঠিকানা (পূর্ববতী ডিগ্রী সম্পন্ন, ইহা খুবই গুরুত্বপূর্ন- পরবর্তীতে উনাদের মেইল এর মাধ্যমে একটি কনফার্মেশন প্রয়োজন হয়) ইনফরমেশন দিতে হবে। পাবলিকেশন পেপার এবং চাকুরির অভিজ্ঞতা থাকলে ভাল হয়, এক্ষেত্রে আপনাকে অবশ্যই পেপার ও চাকুরির অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড দিতে হবে। এই পেইজেও সবকিছু সঠিকভাবে দিয়ে সেইভ দিলে আরেকটা পেইজ আসবে। এখানে আপনার পিতা-মাতাসহ আপনার ঠিকানার ইনফরমেশন দিতে হবে। দিয়ে আগের মতোই সেইভ দিলে ফিনিশ নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করতে হবে।
চতুর্থ ধাপ: তৃতীয় ধাপ শেষ হলে নীচের বাম পাশে অ্যাড/নেক্সট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক দিলে একটা পেইজ আসবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে সেগুলোর ইনফরমেশন দেবেন। এখন নিচেই পাবেন আপনার কাগজপত্র আপলোড দেওয়ার অপশন। সেখানে কাগজপত্রগুলো আপলোড দিয়ে দেবেন। ছবি ছাড়া সবগুলো পিডিএফ ফাইলে দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলে রাখা ভাল, আপনার ছবি ৫০-১০০ কিলোবাইট (KB) এবং বাকি ফাইলগুলো ১-১.৫ মেগাবাইট (MB) এর বেশি হওয়া যাবে না। সবকিছু আপলোড দিয়ে, সেইভ দিয়ে দেবেন। সব ঠিকঠাক থাকলে ফিনিশ বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলেই আপনার আবেদন করা শেষ। এরপর প্রোফাইল থেকে আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন। আপনি একটি বিশ্ববিদ্যালয়ে (প্রফেসর বা এইচ আর যে লিংক টি দিবেন) আবেদন করতে পারবেন।
পঞ্চম ধাপ: এটি একদম শেষ ধাপ। ANSO এর ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বা এইচআর কে মেইলে সেন্ড করবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভালোভাবে চেক করবেন, যদি তারা হার্ডকপি চায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসের ঠিকানায় হার্ডকপি পোস্ট করে দেবেন। কাগজপত্র পাঠানোর জন্য ডিএইচএল ভালো। অনেক বিশ্ববিদ্যালয় হার্ডকপি চায় না। না চাইলে পাঠানোর দরকার নেই।
পরবর্তীতে একটি সৌজন্যমূলক ইন্টারভিউ এর জন্য প্রস্তুত থাকুন, যেখানে বিশ্ববিদ্যালয়ের এডমিন প্যানেল এবং প্রফেসর থাকবেন। এরপর ধৈর্য্য সহকারে ফলাফলের জন্য অপেক্ষা করুন। আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে এবং প্রফেসর সন্তুষ্টি থাকেন, তাহলে পজিটিভ নিউজ পাবেন আশা করা যায়।
লেখক: খান রাজীব রাজ, পিএইচডি শিক্ষার্থী, 3D প্রিন্টিং, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনির্ভাসিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস, লানজু ইন্সটিটিউট অব কেমিক্যাল ফিজিক্স, লাংজু, চীন।
সম্পাদনায়: মোঃ সাগর হোসেন, মাস্টার্স শিক্ষার্থী, ইউনিভার্সিটি অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস (UCAS), বেইজিং।