বেলুন দিয়ে আকাশে উড়া!
মাঈন উদ্দিনঃ পিক্সার এনিমেশনের ২০০৯ সালের Up মুভিটা দেখেছেন নিশ্চয়। এখানে দেখা যায় অনবদ্য এক এডভেঞ্চার কাহিনী-এক বৃদ্ধ তার পুরো বাড়ি অনেকগুলো হিলিয়াম বেলুনের সাথে বেধে আকাশে উড়ে যায় এবং সেখানেই নানা রোমাঞ্চকর দৃশ্য আমরা দেখতে পাই। বস্তুত বাস্তবেও অনেকে এই চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম ডেভিড ব্লেইন নামের ৪৭ বছর বয়সী এক ভদ্র লোক যিনি কেবলই হিলিয়াম বেলুন দিয়ে প্রায় ২৪৯০০ ফুট উচ্চতায় পৌছেন। এই ঘটনা দেখেই আমি হিসাব করেছি আপনিও যদি এভাবে আকাশে বেলুন দিয়ে উড়তে চান তাহলে ঠিক কতগুলো বেলুন লাগতে পারে। আমার জন্য মোটামুটি হিলিয়াম গ্যাস ভর্তি ৪০০০ পার্টি বেলুন হলেই হবে আর আপনারটা জানতে ধাপে ধাপে হিসাবটা করে ফেলুন। চলুন শুরু করা যাক।
আমরা সাধারণত যে পার্টি বেলুনগুলো কিনি সেগুলো প্রায় ৩০ সে.মি বা ১ ফুটের মতো হয়। মানে, বেলুনের ব্যাস ৩০ সে.মি তাহলে ব্যাসার্ধ হবে ১৫ সে.মি। এখন আমাদের জানতে হবে,একটা পার্টি বেলুন কী পরিমাণ হিলিয়াম গ্যাস (He) ধারণে সক্ষম?
এরজন্য জানতে হবে বেলুনের আয়তন, যেহেতু বেলুনের ব্যাসার্ধ ১৫ সে.মি তাই চিরচেনা 4/3 πr^3 সূত্রে মান বসিয়ে আমরা বেলুনের আয়তন পেলাম ১৪১৩৭.২ ঘন সে.মি যা ১৪১৩৭.২/১০০০ = ১৪.১৪ লিটার হিলিয়াম গ্যাস ধারণে সক্ষম। তাহলে আমরা যা পেলাম, একটা ১৪১৩৭.২ ঘন সে.মি এর পার্টি বেলুন ১৪ লিটার হিলিয়াম গ্যাস ধারণে সক্ষম।
আরেকটা বিষয় জানা বাকি, Lifting Force (যে বল অভিকর্ষের বিপরীতে কাজ করে কোন বস্তুকে উপরের দিকে যেতে ধাক্কার সৃষ্টি করে)। আমরা জানি, He গ্যাসের lifting force এর মান প্রায় 1g/l; মানে প্রতি লিটার হিলিয়াম গ্যাস মাত্র ১ গ্রাম ভরের বস্তু উপরে উঠাতে পারে। যেহেতু একটি বেলুন ১৪ লিটার ধারণ করতে পারে তাই এটি ১৪ গ্রাম ভর উত্তোলনে সক্ষম হবে।
এবার জানতে হবে যে ব্যাক্তি বেলুনে চড়ে উড়তে চায় তার ভর। এক্ষেত্রে আমি আমারটাই বলি; আমার ভর ৫২ কে.জি = ৫২০০০ গ্রাম। তাই আমার জন্য হিলিয়াম গ্যাস লাগবে মোটামুটি ৫২০০০ লিটার। আকাশে উড়ার ক্ষেত্রে এক্সট্রা সব কিছুর জন্য ভর অনুপাতে গ্যাসের পরিমাণ এবং বেলুনের পরিমাণ বাড়াতে হবে! এবার শেষ কাজ, যেহেতু ১ টা বেলুন ধরতে পারে ১৪ লিটার গ্যাস ফলে তা ১৪ গ্রাম উঠাতে সক্ষম;তাহলে আমার ক্ষেত্রে ৫২০০০ গ্রাম এর জন্য বেলুন লাগবে ৫২০০০গ্রাম /১৪ গ্রাম = ৩৭১৪টি বেলুন। আমি ৫২ কে.জি তাহলে যা পেলাম আমার জন্য বেলুন লাগবে প্রায় ৩৭১৪ টি। বেলুনের সাতে সুতা বা অন্যান্য জিনিসের জন্য বাড়তি সব মিলিয়ে ধরলাম ৪০০০ টি পার্টি বেলুন লাগবে,যা আমাকে আকাশে উড়াবে!
সংক্ষেপে বললে, ১৪১৩৭.২ ঘন সে.মি আয়তনের বেলুনের ক্ষেত্রে আপনার ভরকে গ্রামে রুপান্তর করে ১৪ গ্রাম দিয়ে ভাগ দিলেই কাজ শেষ, পেয়ে যাবেন ঠিক কতটা পার্টি বেলুন আপনাকে আকাশে উড়িয়ে নিতে পারে। উল্লেখ্য, বেলুনের আকার বড় হওয়াই ভালো কারণ এক্ষেত্রে কাজটা ব্যবহারিক ক্ষেত্রে অধিক সহজ হয়ে যায় এবং আয়তন বাড়লে গ্যাস ধারণ ক্ষমতাও বাড়বে তাই হিসাব করার ক্ষেত্রে অবশ্যয় বেলুনের আকার এবং আয়তন মাথায় রাখতে হবে। গ্যাসের ক্ষেত্রে হিলিয়াম গ্যাস দামী হলেও হাইড্রোজেন এর চেয়ে ঝুঁকি কম তাই হিলিয়াম বেলুন বেশি উচ্চতায় উঠতে এবং বেশিক্ষণ শূণ্যে ভাসতে সর্বাপেক্ষা উত্তম।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।