
শিক্ষার্থীদের চীনা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে চীনা ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর তালিকা ও আবেদন পদ্ধতি নিম্নে দেয়া হলো।
যে সকল ডকুমেন্টস প্রয়োজনঃ
১। অনলাইন চীনা ভিসা আবেদন কনফার্মেশন এর প্রিন্ট কপি। (বারকোড সহ AVAS নিশ্চিতকরণ পৃষ্ঠা)
২। অনলাইন এ চীনা ভিসার অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন এর প্রিন্ট কপি।
৩। অনলাইন চীনা ভিসা আবেদন ফর্মের এর প্রিন্ট কপি।
৪। দুই কপি সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে সদ্য তোলা (৪৮ মি. মি. / ৩৩ মি. মি.) সাইজের ছবি।
৫। মেইন জে-ডাব্লিউ ফর্ম ও এডমিশন লেটার (Admission Letter & JW form), ২০১৯ সেশন ও তার আগের সেশনের শিক্ষার্থীদের জন্য প্রিন্ট কপি বা ফটোকপি হলেও চলবে।
*** ২০২০, ২০২১, ২০২২ সেশনের শিক্ষার্থীরা অনলাইন কপি দ্বারা চীনা ভিসা আবেদন করতে পারবেন তবে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের জে-ডাব্লিউ ফর্ম ও এডমিশন লেটার (Admission Letter & JW form) চীনা দূতাবাসের ইমেইল অ্যাড্রেসে ইমেইল করে পাঠাতে হবে।
৬। বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি পত্র (NOC/ Permission Letter), যাদের জে-ডাব্লিউ ফর্মে শিক্ষাবর্ষ শেষ হয়ে গিয়েছে, তাদের অনুমতি পত্রে শিক্ষাবর্ষ সংযুক্ত করে বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করে আনাতে হবে। ২০২২ সেশন এর নতুন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।
বিঃদ্রঃ যাদের চীনা রেসিডেন্ট পার্মিটের মেয়াদ এখনও রয়েছে, তারা তাদের বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি নিয়ে চীনে প্রবেশ করতে পারবেন।
৭। নতুন ও পুরাতন পাসপোর্ট এর ফটোকপি এবং সকল চীনা ভিসা ও রেসিডেন্ট পারমিটের এর ফটোকপি।
৬। জাতীয় পরিচয়পত্র ও পুলিশ ক্লিয়ারেন্সের এর ফটোকপি। (যদি থাকে)
৯। শিক্ষার্থীদের পূর্ববর্তী সকল ডিগ্রির যেমন, SSC, HSC, Bachelor, Masters এর সার্টিফিকেট অথবা ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি।
বিঃদ্রঃ ভিসা অফিসার পূর্ববর্তী সকল ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট এর অরিজিনাল কপি যাচাই এর জন্য দেখতে চাইবেন। যদি ২০১৯ সেশন ও তার আগের সেশনের শিক্ষার্থীরা তাদের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট চীনে ফেলে আসেন তবে এর প্রিন্ট কপি দেখাতে হবে।
১০। ২০২২ সেশনের আগের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় এর অফিশিয়াল সিল সম্বলিত এনরোলমেন্ট সার্টিফিকেট অথবা পূর্ববর্তী সেশনের ট্রান্সক্রিপ্ট এর প্রিন্ট কপি। (যদি থাকে)
১১। টিকা সনদ এর কিউআর কোডসহ দুই পৃষ্ঠার প্রিন্ট কপি। (কমপক্ষে দুই ডোজ)
১২। চীনা ভিসা মেডিকেল সার্টিফিকেট ও মেডিকেল রিপোর্ট এর ফটোকপি। (মেডিকেল সার্টিফিকেট নতুন ও পুরাতন সকল শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য।
১৪। জে-ডাব্লিউ ফর্ম ২০২ (JW form-২০২) এবং সেল্ফ ফান্ডেড শিক্ষার্থীদের জন্যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এর অরিজিনাল কপি। ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই বিগত ছয় মাসের নিয়মিত ভালো ট্রানজেকশন থাকতে হবে এবং শেষ ব্যালেন্স কমপক্ষে ২৫০০ ডলার থাকতে হবে।
***পিতা-মাতা এর আকাউন্ট হলে পিতা-মাতা এর পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি; ব্যবসায়িক অ্যাকাউন্ট হলে ট্রেড লাইসেন্স এর কপি ও জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি দিতে হবে।শিক্ষার্থী ও তার পিতা-মাতা ব্যতীত অন্য কারো ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেওয়া হলে শিক্ষার্থীর সাথে তার সম্পর্ক প্রমানের জন্য এফিড-ওফিড করতে হবে।
যেভাবে আবেদন করবেনঃ
১। চীনা ভিসা আবেদন করতে ভিজিট করুন: https://cova.cs.mfa.gov.cn এই লিঙ্কে। আবেদনের ফর্মে দেয়া সকল তথ্য সঠিক হতে হবে। অন্যথায় ভিসা আবেদন বাতিল বলে গণ্য হবে।
২। অনলাইনে চীনা ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন: https://avas.cs.mfa.gov.cn এই লিঙ্কে। (বারকোড সহ AVAS নিশ্চিতকরণ পৃষ্ঠা)
৩। চীনা দূতাবাসের ১৯ শে সেপ্টেম্বর ২০২২ এর নোটিশ অনুযায়ী থেকে সকল চীনা ভিসা আবেদনকারীকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উপরোক্ত সকল ডকুমেন্টস সিরিয়াল অনুযায়ী সাজিয়ে অরিজিনাল পাসপোর্টসহ চীনা দূতাবাসের ঠিকানায় প্রেরণ করতে হবে।
*** ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এর অরিজিনাল কপি এবং মূল পাসপোর্ট ব্যতীত সকল ডকুমেন্টসের ফটোকপি অথবা প্রিন্ট কপি পাঠাতে হবে।
চীনা দূতাবাসের ঠিকানাঃ
PLOT 2&4, EMBASSY ROAD, BLOCK-1, BARIDARA, BANGLADESH
ফোনঃ 00880-2222260103, 00880-1708464809
ইমেইলঃ consulate_bgd@mfa.gov.cn
ভিসা ফি জমা দেওয়ার ঠিকানাঃ
Account Name: EMBASSY OF THE PEOPLE’S REPUBLIC OF CHINA
Account Number: 1041360405503
Name of Opening Bank: Eastern Bank Ltd.
Address of Opening Bank: 100 Gulshan Avenue, Dhaka 1212, Bangladesh
SWIFT: EBLDBDDH
লেখকঃ মারুফ হাসান, পিএইচডি শিক্ষার্থী
জনপ্রশাসন বিভাগ, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান, চীন।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।