
চীনগামী শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও কমেছে কোয়ারান্টাইন খরচ

গত ১২ই অক্টোবর রোজ বুধবার বেইজিং সময় রাত ৯টায় চীনগামী প্রায় ২৩৯ জন শিক্ষার্থী নিয়ে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় চায়না সাউদার্ন এয়ারলাইনসের ফ্লাইট সিজেডি-৩৯২। এর আগে গত ২৬শে ও ২৮শে সেপ্টেম্বর চীনের কুনমিং ও গুয়াংজুগামী চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরেন সর্বসাকুল্যে ১৫০ জন বাংলাদেশী শিক্ষার্থী।
চীনে ফেরত যেতে ইচ্ছুক বাংলাদেশে আটকে থাকা শিক্ষার্থীদের জন্য প্রকাশিত বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভিসা প্রাপ্তির পর ফ্লাইটে উঠার কমপক্ষে ৪৮ ঘণ্টা ও ২৪ ঘণ্টা আগে ল্যাব কুয়েস্ট অথবা প্রেসক্রিপশন পয়েন্টে নিয়ম মেনে শিক্ষার্থীদের ২টি কোভিড শনাক্তকরণ পরীক্ষা করানো বাধ্যতামূলক। এরই ধারাবাহিকতায়, ১১ই অক্টোবর ও ১২ই অক্টোবর ফ্লাইট সিজেডি-৩৯২ এ চীনগামী শিক্ষার্থীদের বিশেষ সতর্কতার সাথে প্রেসক্রিপশন পয়েন্ট ও ল্যাব কুয়েস্টে কোভিড শনাক্তকরণ পরীক্ষা করানো হয়।
এসময় শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে ল্যাব কুয়েস্ট কর্তৃপক্ষের সাথে উপস্থিত ছিলেন বিসিওয়াইএসএ (BCYSA) এর কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ্ আল বারী ভুবনের নেতৃত্বাধীন ০৩ সদস্যবিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক দল। দলের অন্য সদস্যরা হলেন বেইজিং ইন্সটিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী মোঃ শাহীন আলম ও নানটং ইউনিভার্সিটি এর শিক্ষার্থী মোঃ কুদরতজ্জামান প্রতিক। অ্যাবকা (ABCA) ও বিসিওয়াইএসএ (BCYSA) এর দিকনির্দেশনা মোতাবেক কোভিড শনাক্তকরণ পরীক্ষা শেষে করণীয় কার্যাবলী ও কোয়ারান্টাইনে যথাযথ বিধিনিষেধ পালনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের অবগত করেন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। স্বেচ্ছাসেবক দলের উপর্যুপরি আলোচনা শেষে বিসিওয়াইএসএ (BCYSA) এর কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ভবিষ্যতে সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।