ইয়াংঝও বিশ্ববিদ্যালয়ে এনট্রেন্স এক্সাম পদ্ধতি ও সাজেশন
আপনাদের অনেকেই এবার ইয়াংঝও বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের এনট্রেন্স এক্সাম নেয়া শুরু হয়েছে। এজন্য আমাদের গ্রুপে সম্প্রতি এনট্রেন্স এক্সাম নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছেন। এই লেখায় আমি ইয়াংঝও বিশ্ববিদ্যালয়ের এনট্রেন্স এক্সাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা করি উল্লেখিত তথ্যগুলো এনট্রেন্স এক্সাম সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা পেতে সাহায্য করবে এবং সকলের জন্য রইলো শুভকামনা।
পরীক্ষা পদ্ধতি:
ইয়াংঝও বিশ্ববিদ্যালয়ের সকল মেজরের এনট্রেন্স এক্সাম অনলাইন self-paced পদ্ধতিতে হয়ে থাকে। আপনাকে ইমেইলের মাধ্যমে পরীক্ষার লিঙ্ক এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা জানিয়ে দেয় হবে। তারপর নির্দিষ্ট তারিখের ভিতর যেকোনো সময়ে আপনি লিঙ্কে প্রবেশ করে পরীক্ষা দিতে পারবেন। মনে রাখবেন একটি লিঙ্ক দিয়ে শুধুমাত্র একবারই আপনি পরীক্ষা দিতে পারবেন। তাই একবার লিঙ্ক এ প্রবেশ করলে আপনাকে অবশ্যই পরীক্ষা শেষ করে বের হতে হবে, না হয় দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেয়া হবে নাহ।
প্রশ্নের ধরণ:
সাধারণত শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য physics এবং mathematics এর পরীক্ষা হয়, আর বাকি সবগুলো মেজরের জন্য শুধু mathematics এর পরীক্ষা হয়। সব সাবজেক্টের পরীক্ষাই MCQ পদ্ধতিতে হয়ে থাকে। Mathematics এ ৫০টি এবং Physics এ ৪০/৫০টি প্রশ্ন থাকে। সাধারণত প্রত্যেক প্রশ্নে ২ করে মার্কস থাকে এবং সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।
পরীক্ষার ব্যাপ্তিকাল:
প্রত্যেকটি পরীক্ষা ১২০ মিনিট অথবা ২ ঘণ্টার হয়ে থাকে। স্ক্রিন এর ডান পাশের উপরের কোণায় কতক্ষণ সময় বাকি আছে এবং কতটার মধ্যে কয়টার উত্তর দেয়া হয়েছে তা দেখাবে এবং বাম পাশের প্রশ্নের নাম্বারে ক্লিক করে যেকোনো প্রশ্নে ফেরত যাওয়া যায়। সময় শেষ হলে অটোমেটিক উত্তর সাবমিট হয়ে যাবে। [ সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য physics এবং mathematics এর আলাদা আলাদা পরীক্ষা হয়। মানে দুইটি পরীক্ষার জন্য সর্বমোট ১২০+১২০=২৪০মিনিট সময় থাকে। দুইটি পরীক্ষার প্রবেশ লিঙ্কও দুইটি থাকে। ]
পরীক্ষার সিলেবাস:
সাধারণত mathematics এবং physics দুটো সাবজেক্টেই SSC এবং HSC এর বেসিক জিনিসই আসে। এছাড়াও গত ২/৩ বছরের প্রশ্নের ধরণের উপর ভিত্তি করে নিচে দুই সাবজেক্টের জন্যই কিছু টপিকস বলে দেয় হলো যেগুলো থেকে সচরাচর প্রশ্ন হয়ে থাকে। তবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটা শুধু মাত্র অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেয়া হচ্ছে, এর বাইরের টপিক থেকেও প্রশ্ন থাকতে পারে।
Mathematics এর জন্য নিচের টপিকগুলোর উপর প্রস্তুতি নিতে পারেন:
1. Geometry ( পরীক্ষায় geometry থেকে সবচে বেশি প্রশ্ন থাকে এবং এটা অপেক্ষাকৃত একটু কঠিন হয়ে থাকে)
2. Trigonometry
3. Inequality
4. Permutation & Combination
5. Basic Calculus
6. Function
7. Solving Equations
8. General Algebra
9. Matrix
Physics এর জন্য নিচের টপিকগুলোর উপর প্রস্তুতি নিতে পারেন:
1. Newtonian Mechanics: Kinematics, Newton’s Law, Work, Power and Energy, Linear Momentum, Circular Motion and Rotation, Oscillation and Gravitation etc.
2. Fluid Mechanics and Thermal Physics: Fluid Mechanics, Temperature and Heat, Kinetic Theory and Thermodynamics etc.
3. Electricity and Magnetism: Electronic, Electric Circuits, Magnetic Field and Electromagnetism etc.
4. Waves and Optics: Wave motion, Geometric Optics and Physical Optics etc.
5. Atomic and Nuclear Physics
মাত্র ৫০টি প্রশ্নের জন্য ১২০মিনিট অনেক সময় বলা চলে। তাই সবাই ঠান্ডা মাথায় আস্তে ধীরে দেখে শুনে পরীক্ষা দেয়ার চেষ্টা করবেন। কোনটা না পারলে ওটা স্কিপ করে সহজগুলো সব আগে ঠান্ডা মাথায় সঠিকভাবে শেষ করার চেষ্টা করবেন। শেষে দেখবেন আপনি অনেক সময় পাবেন কঠিনগুলো নিয়ে চিন্তা করার জন্য। আপনাদের সবার জন্য আবারো অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। আশা করি সবার এনট্রেন্স এক্সাম খুবই ভালো হবে।
বিঃদ্র: লেখাটি সম্পূর্ণ পূর্বের পরীক্ষার প্রশ্নের উপর ভিত্তি করে লেখা হয়েছে। যেহেতু প্রতি বছরই ছোট খাটো পরিবর্তন আসে সেহেতু আপনারা অবশ্যই পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয় থেকে করা পরীক্ষার ইমেইল থেকে বিস্তারিত দেখে নিবেন। আর আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন অথবা আপনাদের কোনো ধারণা, উপদেশ অথবা সাজেশন থাকলেও কমেন্টে শেয়ার করবেন যেনো আমাদের অন্য বাংলাদেশী ভাইরা উপকৃত হতে পারে।
ধন্যবাদ।
Arif
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।