বাংলাদেশি গ্রাজুয়েটদের পাঠানো ছবিতে চীনে সমাবর্তন-২০২২ উদযাপন মুহুর্ত
BCYSA
NEWS: করোনা মহামারীর প্রভাব কাঁটিয়ে উঠার প্রচেষ্ঠায় বিশ্ব অর্থনীতি, শিক্ষা,
চাকুরি বিভাগসমুহ। চীনে জিরো কোভিড পলিসির কারণে, শিক্ষার্থী কিংবা চাকুরীজীবী কেউই
চীনে প্রবেশ করতে পারছেন না। তবে আশার বানী হল, রাশিয়া, পাকিস্থান, ও শ্রীলংকার কিছু
শিক্ষার্থী চীনে প্রবেশ করতে পেরেছেন এবং অন্যান্য অনেক দেশের শিক্ষার্থীদের ফিরিয়ে
নেওয়ার প্রচেষ্ঠা চলছে। চীনা বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশী শিক্ষার্থীরা এখনও নিজ দেশে
থেকেই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে চীনে অবস্থানরত একঝাঁক শিক্ষার্থী
সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্বাভাবিক নিয়মেই গ্রাজুয়েশন সম্পন্ন করেছে।
উল্লেখ্য, চীনের
সব বিশ্ববিদ্যালয় সমাবর্তন গাউনের একই কালার-কোড অনুসরণ করে। শুধু স্কার্ফ এর রঙ
এবং ডিজাইন বিভিন্ন অনুষদ ভেদে ভিন্ন হয়ে থাকে। গাউন কালার-কোড
সমূহঃ কালো রঙ-স্নাতক, নীল রঙ
- স্নাতকোত্তর এবং লাল রঙ-
পিএইচডি।
চলুন
দেখে আসি চীনে বাংলাদেশি গ্রাজুয়েটদের পাঠানো ছবিতে বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন অনুষ্ঠান
কেমন ছিল।
নাম: আবদুল্ল্যাহ আল মামুন
সেরা
গ্র্যাজুয়েট -২০২২
বিশ্ববিদ্যালয়: জিয়াংশি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।