
চীনে অধ্যয়নরত বাংলাদেশী গবেষকের সাফল্যের গল্পকথা।

আজ শোনাবো একজন বাংলাদেশী গবেষকের গৌরবময় সাফল্যের গল্প। সালাউদ্দিন আল আজাদ, চাইনিজ নাম (艾尔), যিনি সকলের কাছে সিয়াম হিসেবে সুপরিচিত - এটি তারই আত্মকথা। জনাব সিয়াম খুলনা বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর শিক্ষাবর্ষ (২০০৯-১০) এবং মাস্টার্স ডিগ্রি শিক্ষাবর্ষ (২০১৪-১৫) সম্পন্ন করেন। তিনি তার বিভাগ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সর্বোচ্চ নম্বর পান। চাকুরী জীবনের শুরুতেই ২০১৭ সালে যোগদান করেন ওয়ার্ল্ড ব্যাংক প্রকল্পের প্রধান রিসার্চ ফেলো হিসেবে। তাঁর থিসিসের গবেষণা পত্রটি Wiley Blackwell এর একটি জার্নালে অন্যতম টপ সাইটেট আর্টিকেল হিসেবে নির্বাচিত হয়।
তিনি শিক্ষা জীবনের সর্বোচ্চ ধাপ পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষে CSC স্কলারশিপ নিয়ে সুদূর চীনে পাড়ি জমান। প্রথম স্থানের ঝুলিতে তাঁর আরেকটি সাফল্য হল তিনিই প্রথম বাংলাদেশী Key Laboratory of Industrial Biotechnology (KLIB), Jiangnan University-তে পিএইচডি করছেন। Springer, Elsevier, Taylor & Francis, Frontiers সহ বিভিন্ন Indexed জার্নালের Academic Reviewer ও Editorial Board Member হিসেবে নিযুক্ত আছেন। বর্তমানে তাঁর প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যা ২৬টি এবং Google Scholar Verified Account অনুযায়ী তাঁর Citation সংখ্যা ৫৮১টি (H-index 17, i10-index 19)।
তিনি ২০২৪ সালে Jiangnan University থেকে প্রথম কোন বিদেশি হিসেবে একই সাথে Scientific Research Star Award (SRSA) এবং Academic Exchange Star Award (AESA) অর্জন করেন, যেটি প্রতি বছর প্রায় ২৫০০০ শিক্ষার্থীর মাঝে মাত্র ১ জনকে দেওয়া হয়। শুধু ২০২৪ সালেই বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স ও প্রতিযোগিতা থেকে তিনি সর্বমোট ৫টি চীনের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও, তিনি বর্তমানে "RPG Interface Lab" নামের একটি বেসরকারি Research Organization এর সহপ্রতিষ্ঠাতা ও CEO হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে বাংলাদেশসহ প্রায় ৮টি দেশের ৪০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রায় ৩৩ জন কর্মকর্তা কর্মরত আছেন। ২০২০ সালে যাত্রা শুরু করে তাঁর গড়া প্রতিষ্ঠান ২০২৩ সালে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতি অর্জন করে। বর্তমানে তিনি National Natural Science Foundation of China (NSFC) এর অর্থায়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে সিনিয়র গবেষক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর সার্বিক কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে "Academic Star of Perceiving China Award 2024" অর্জন করেন CSC Committee, Beijing থেকে। তিনি একাধারে নিজেকে এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গৌরবান্বিত করে যাচ্ছেন। আশা করি, তাঁর এই সাফল্যের পদযাত্রা অব্যাহত থাকবে এবং বাংলাদেশকে সম্মানের সর্বোচ্চ আসনে আসীন করবেন।
সুয়াইবিয়া তাসনিম
Arif/Amirul/ Raoha
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।