জন্মদিন
শেখ তাওহিদুল ইসলাম
জলকুমারীর
জন্মদিনে রাজকুমার ঐ পান্থপানে
তাকিয়ে
থাকে একা একা হয় যদি আবার দেখা
সিন্দু
তটে শুক্তি ধরে বুনলো মুক্তার হার
জলকুমারীর জন্মদিনে দিবে উপহার
অনেকদিনের
সাধনার পরে মুক্তার হার টা সাথে করে
চলল
পথে একা একা জলকুমারীর সাথে করতে দেখা
অনেকদিন
হাঁটার পরে পৌঁছালো তার বাড়ির উপরে
গিয়ে
খুঁজে জলকুমারী পায়না তার দর্শনধারী
জল
কুমারী ছিল না বাড়ি আসলে অনেক পরে
রাজকুমারই
অনেকক্ষণে কেদারায় বসে এক নয়নে
কি
দিয়ে যে করবে শুরু ভাবছে মনে মনে
দেখে
তারে এক নজরে পলক যেন নাহি পড়ে
রাজকুমার
ওই ভুলে গেল সঙ্গে তাহার উপহার ছিল
অন্দরমহল
ঢুকার পরে জল কুমারী লজ্জায় মরে
দূর
থেকে বলে কথা রাজকুমারের মনে ব্যথা
আবার
কবে হবে দেখা জানে নিয়তি
আশায় আশায় থ
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।