
৭ই নভেম্বর থেকে বিদেশী পাবলিক নথির জন্য আর বৈধকরণের প্রয়োজনীয়তা থাকছে না

৮ই মার্চ, ২০২৩-এ, চীন ৫ অক্টোবর, ১৯৬১-এর হেগ কনভেনশনে যোগ দেয়, বিদেশী পাবলিক ডকুমেন্টের জন্য বৈধকরণের প্রয়োজনীয়তা বাতিল করে ("হেগ কনভেনশন")। “হেগ কনভেনশনের ”আইনি প্রভাব ৭ নভেম্বর, ২০২৩ থেকে চীনা মূল ভূখণ্ডে কার্যকর হবে।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।