
ইয়াংঝো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম স্থান অর্জন

গত ২৭ এপ্রিল ২০২৪ বিশ্বের ২৩ টি দেশের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহন এর মধ্য দিয়ে পালিত হয়ে গেলো ইয়াংঝো বিশ্ববিদ্যালয়ের "৫ম আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪"। এই অনুষ্ঠানে গৌরবের সাথে প্রথম স্থান অর্জন করে নিয়েছে বাংলাদেশ। পড়াশোনার পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের সার্বিক দক্ষতা বৃদ্ধি ও অনন্য এক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ২০১৯ সাল থেকে ইয়াংঝো বিশ্ববিদ্যালয় আয়োজন করে আসছে এ অনুষ্ঠান। বিশেষ এ আয়োজন সুযোগ করে দেয় শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি , ভাষা, মুখরোচক খাবার ও ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে। এর পাশাপাশি অন্যান্য দেশের সাথে বন্ধুসুলভ সম্পর্ক ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ গড়ে তোলার একটি মাধ্যম হিসেবে কাজ করে এই সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান।
বাংলাদেশের প্রশংসনীয় এ অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন দল অধিনায়ক আবদুল্লাহ, হায়দার, সানজিদা, সাদিয়া সহ অন্যান্য সকল বাংলাদেশী শিক্ষার্থীরা। তাদের প্রদর্শিত দেশীয় খাবার , কারুশিল্প ও সাংস্কৃতিক কর্মকান্ড মন জয় করেছে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের। বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতায় মুগ্ধ হয়ে অনুষ্ঠানের প্রধান অতিধি ঝৌ গুইশং বলেন "বাংলাদেশী শিক্ষার্থীদের মেধা-মনন সত্যিই প্রশংসার দাবিদার। আমরা চাই তাদের এই প্রতিভা বিকাশের লক্ষ্যে আরো কাজ করতে এবং দুই দেশের মধ্যে একটি বন্ধুসলভ সম্পর্ক গড়ে তুলতে।"
ইয়াংঝো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম স্থান জয় করা একটি গৌরবজনক অর্জন। এই বিজয় আমাদের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার প্রমাণ বহন করে। আমরা আশা করি এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী আরও পরিচিতি লাভ করবে এবং দুই দেশের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হবে।
Arif/Raoha
Email: talatmcc@gmail.com
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।