
২৬শে মার্চ ২০২১ইং শুক্রবার চায়না সময় রাত ৯ টায় বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) কর্তৃক আয়োজিত BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২১ বিজয়ী ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম (পি.এইচ.ডি, পেকিং বিশ্ববিদ্যালয়, চীন), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাস, বাংলাদেশে নিযুক্ত কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মিস জুলিয়া ইয়ু ঝু। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি এ. এ. এম. মুজাহিদ, অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোঃ সাহাব উল হক, অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সাধারণ সদস্যবৃন্দ ও চীনে অধ্যয়নরত বাংলাদেশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন BCYSA ক্যাম্পাস নিউজ সংবাদদাতা ফারজানা লিজা।
অনুষ্ঠানের শুরুতে অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ. এ. এম. মুজাহিদ বক্তব্য দেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অথিতিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সভাপতির বক্তব্যর পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন BCYSA এর প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ড. মোঃ সাহাব উল হক।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বাংলাদেশ-চায়না সম্পর্ক, যুবকদের সম্ভাবনা এবং করণীয় নিয়ে আলোচনা করেন। তিনি তার বক্তব্যে চীনের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। এক দশক আগে চীনে আধ্যয়নকালে তার দেখা সে সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সেই সাথে বর্তমানে চীনে বসবাসরত প্রবাসি বাংলাদেশিরা (ছাত্র এবং কর্মজীবী) কিভাবে বাংলাদেশ তথা বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি মিস জুলিয়া ইয়ু ঝু বক্তব্য রাখেন। তিনি তার তার বক্তব্যে BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম আয়োজন করার জন্য বাংলাদেশ চায়না ইয়ূথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও এমন প্রোগ্রামের আয়োজন অব্যাহত করার আশা বেক্ত করেন। তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও বাংলাদেশ-চীনের সম্পর্ক উন্নায়নে কাজ করে যাওয়ার আহ্বান করেন।
অনুষ্ঠানে BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আগা মুস্তাফিজুর রহমান এবং মনোনীত প্রার্থীদের তথ্য উপস্থাপন করেন ভাইস-প্রেসিডেন্ট মারুফ হাসান।
BCYSA কমিউনিটি অ্যাওয়ার্ড-২০২১ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়৷ পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ীদের যথাক্রমে নাম ঘোষনা করেন, ড. মোঃ সাহাবুল হক, ডা. নাজমুস সাকিব, জুলিয়া ইয়ু ঝু, প্রফেসর ড. মোহাম্মদ মাইনুল ইসলাম এবং এ. এ. এম. মুজাহিদ। এতে যৌথভাবে আউটস্টান্ডিং জার্নালিস্ট অ্যাওয়ার্ড বিজয়ী হন আবু সাঈদ এবং জাহিদ হাসান তুহিন, আউটস্টান্ডিং ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড বিজয়ী আকিব ইরফান, আউটস্টান্ডিং রাইটার অ্যাওয়ার্ড বিজয়ী হন অজয় কান্তি মন্ডল, আউটস্টান্ডিং ফটোগ্রাফি অ্যাওয়ার্ড বিজয়ী ইশতিয়াক আহমেদ এবং আউটস্টান্ডিং ভিজুয়াল আর্টিস্ট অ্যাওয়ার্ড বিজয়ী হন সুব্রত কুমার।
অ্যাওয়ার্ড বিজয়ীরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এই অ্যাওয়ার্ড তাদের সামনের পথচলার অনুপ্রেরণা জোগাবে।” তারা বিসিওয়াইএসএ কে এরকম সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর বিসিওয়াইএসএ এর সভাপতি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করে সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।