সন্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম। বিসিওয়াইএসএ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছেন।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিসিওয়াইএসএ এর ওয়েবসাইট রি-ডেভেলপমেন্ট করা হয়েছে। যেখানে বিসিওয়াইএসএ এর সকল সার্ভিসগুলো বিদ্যমান। সদস্যরা তাদের নিজেদের একটি প্রোফাইল তৈরি করতে পারবেন। নিজেদের প্রোফাইলে বিসিওয়াইএসএ প্লাটফর্মে প্রকাশিত লিখনী, প্রকাশিত গবেষণাপত্র সংযুক্ত করতে পারবেন।
সদস্যরা ওয়েবসাইট থেকেই সদস্যপদ সনদপত্র ডাউনলোড করতে পারবেন, চাকুরির জন্য আবেদন, চাকুরির বিজ্ঞপ্তি দেয়া সহ আরও অনেক সু্যোগ – সুবিধা রয়েছে। তাই বিসিওয়াইএসএ এর বর্তমান সদস্যদেরকে তাদের তথ্য হালনাগাদ করার বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।
বিসিওয়াইএসএ ওয়েবসাইটে নিবন্ধিত সদস্যদের প্রোফাইলে লগইন করতে নিবন্ধনকৃত ইমেইল এবং ১২৩৪৫৬ পাসওয়ার্ড ব্যবহার করুন।
ধন্নবাদন্তে,
মারুফ হাসান
সভাপতি
বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ), চীন।
বিসিওয়াইএসএ এর ওয়েবসাইটে সদস্যদের তথ্য হালনাগাদ করার আহ্বান pdf