তেজোদীপ্ত বীর
তেজোদীপ্ত বীর
মোঃ হেদায়েতুল ইসলাম
তুমি জেগে ওঠো উঁচু করে শির,
জাতির জন্য হও তেজোদীপ্ত বীর।
মনুষ্য কষ্টে হয়ে দগ্ধ, হও হওক্ষুব্ধ।
করো করোচিৎকার,
দাও দাও ধিক্কার।
ঐক্য বদ্ধ হয়ে দাও তীব্র হুংকার,
করো প্রলয়ঙ্কার।
ধরে ভন্ড দাও দন্ড,
হয়ে ক্ষিপ্ত দোষীর দণ্ড দিয়ে হও তৃপ্ত।
হবে না ক্লান্ত হবে না কভু বিভ্রান্ত,
সব দ্বন্দ্ব করো বন্ধ।
সব বিদ্বেষ হানাহানি করো শেষ,
গড় দুর্নীতিমুক্ত শান্তির দেশ।
কাজে যারা দেয় ফাঁকি,
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।