চেষ্টা
মোঃ হেদায়েতুল ইসলাম
চেষ্টাকে আমরণ সাথে রাখা চাই,
ছন্দে ছন্দে কিছু আকুতি করে যাই।
চেষ্টা হলো এক যাদুরই নাম,
যে যাদু পাল্টায় মানব জীবনেরই দাম।
নুয়ে পড়ে কেমনে বড় বড় আশা করো,
চেষ্টা করো সংশয় কাটিয়ে প্রত্যয় গড়ো ।
বিষাদ কে ছুড়ে দাও জঙ্গম' পরে,
হর্ষ দিয়ে যাও মানুষ মানবের তরে।
নিন্দার বাণী যাও আজ ভুলে যাও,
স্তুতির বাণী বেশি বেশি গাও।
দেখো তিমির মাঝে কে এখনও পড়ে আছে,
আলোক দিতে ছুটে যাও বাধা তুচ্ছ করে তারই কাছে।
হীন মানসিকতা দাও দাও পুড়িয়ে,
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।