সাম্যের ঈদ
সাম্যের ঈদ
মোঃ হেদায়েতুল ইসলাম
ঈদের দিনে ব্যথা ভুলে চলো হই মোরা খুশি,
মোরা যাই ভুলে চলো সব হানাহানি দিয়ে এক হাসি।
দেখো কে বিবস্ত্র করো তারে বস্ত্র দান,
ভুখা যে তারে দাও খাদ্য করে সব ম্লান।
ক্ষুধার্তের মলিন মুখ কেন মোরা খুঁজি না,
ছি ছি মোরা ক্ষুধাতুর ছলছল চোখ দেখে কেন বুঝিনা।
ঈদে অসহায়ের দীর্ঘশ্বাসে মোদের কেন কাঁদবে না মন,
আজ যে ধনী কাল সে নিঃস্ব হতে কতক্ষণ।
দেখো এমনও মানুষ আছে মোদের অতি কাছে,
লাজ করে নাহি যায় কারো দ্বারে তারা নাহি যাচে।
ঈদে ছুটে যাও ঐ দ্বারে ভালোবাসা নিয়ে,
অন্ন-বস্ত্র দাও অসহায়ের ঘরে ঘরে গিয়ে।
এসো ধনী-গরীব আনন্দ ভাগাভাগি করি,
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।