জেগে ওঠো
জেগে ওঠো
মোঃ হেদায়েতুল ইসলাম
জেগে ওঠো মানব সমাজ চির উদ্যমী হও,
কেন আলস্যে নূয়ে রবে তুমি যে দমে যাওয়ার
নও।
জেগে ওঠো মনকে কভু রেখো না ভাঙ্গা,
শক্তি আছে তোমার হতেই হবে তোমাকে চাঙা।
জেগে ওঠো মানব সত্য কথায় দৃঢ়তা আন,
অদম্য পরিশ্রমী হও বিফলতার ইতি টানো।
জেগে ওঠো হে মানব বেশি ঘুম তোমার কাম্য নয়,
প্রতিকূলতাকে গুড়িয়ে দাও কভু করো না ভয়।
জেগে ওঠো ভাল কাজ দিয়ে সময়কে করো তাড়া,
গ্লানি সব মুছে দাও সফলতা আনো ফেলে দাও সাড়া।
জেগে ওঠো ধ্বংস করো ও কুসংস্কার আছে যত,
অধ্যবসায়ী হও কাজে সফলতা পাবে শত শত।
জেগে ওঠো বল সঠিক সময়ে সঠিক কাজ করব বারেবার,
কোন কাজেই কোনোভাবেই মানবে না অহেতুক হার।
জেগে ওঠো জ্ঞান সাধনায় লিপ্ত হতে হবে,
সৎ হবে ত্যাগী হবে ধৈর্য হারা হবে না কভু এ ভবে।
জেগে ওঠো কসরতে কভু করবেনা হেলা,
মুহূর্ত সময় নষ্ট করবে না কাজে লাগাও প্রতিটি বেলা।
জেগে ওঠো শতবার হাজারবার শ্রেষ্ঠ বীর তুমি জাগো,
শান্তির
মানবতার চির ভ্রাতৃত্বের পৃথ্বী গড়তে উঠে পড়ে লাগো।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।