নীতিকথা
নীতিকথা
মোঃ হেদায়েতুল ইসলাম
ছোট্ট জীবনে
কেন এত রাগারাগি,
অন্যের ক্ষতিতে কেন পিছে লাগি।
অকারনে মনুষ্য মনে কষ্ট দিলে,
ভয়াবহ পরিণতি ধ্বংস হবে তিলে তিলে।
হিংসে করে কভু ভালো কিছু পাওয়া যায় না,
নীতিহীন কাজের কভু ফল ভাল হয় না।
পাপ করে কেন
লজ্জা হয় না মনে,
পাপের ফল পাওয়া যায় জীবনের ক্ষণে-ক্ষণে।
কুসংস্কার জীবনে বিপদ ডেকে আনে,
নিচু মূর্খ সেই জন কুসংস্কার বারেবারে মানে।
পরনিন্দা করে যে অপদার্থ বলো তারে,
কুটনামি জেনে রেখো আছে তার হাড়ে হাড়ে।
অসহায়ের উপর
যে অত্যাচার করে,
দুর্নাম ঘোচেনা তার যদিও যায় সে মরে।
অন্যকে বিপদে ফেলে যে দেখো হাসে,
সেই অভাগা পড়লে বিপদে পাবে না কাউকে পাশে।
সম্বলহীনের কম্বলটি যে নিবে কেড়ে,
মনে রেখো স্রষ্টা তাকে দিবে নাকো ছেড়ে।
ক্ষুধাতুর এর
সামনে যে রসনা বিলাস করে,
জেনে রেখো তৃপ্তি থাকবে না তার মনো ঘরে।
অস্থায়ী জীবন ইশ! চলেই তো যাবে,
নীতিবান হতে হবে সুন্দর এই ভবে।
BCYSA/ মাসুম বিল্লাহ
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।