বাবাজান
বাবাজান
আবু সাঈদ
ঘুমপাড়ানি গান থেকে বিশ্ব সাহিত্য
শুনাতে বাবা তুমি আলাদিনের দৈত্য।
হাঁটি হাঁটি পা পা করে সেই ছোট্ট আমি,
বেড়ে উঠলাম তোমার সামনে
যদিও বা আমায় সেই ছোট্ট ছেলে বলতে তুমি!
সারা পৃথিবী ঘুমিয়ে আছে
জেগে আছে হয়ত বা ক'জন,
ধোঁয়া ওঠা চা হাতে করে বাবা
করছ তুমি উঠতে গর্জন!
পাঠশালায় দস্যিপনা করে পাড়া মাতাতাম
শাসনবারণ বকুনি কি কম শুনতাম!
মাধ্যমিকের দিনগুলি ছিল অতি উদ্দীপনার
মুখিয়ে থাকতাম কবে আনবে নতুন বইয়ের বাহার!
শিরায় উপশিরায় মোর, তোমার প্রাণ
রক্ত-মাংস, ঘামে মাখা তোমারি ঘ্রাণ
জুড়ে আছো হৃদয় মাঝে তামাম জাহান
আজো খুঁজি বাবাজান ডাক কিংবা আব্বাজান!
লেখক: চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চাংশা, হুনান, গণচীন।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ Sagar Hossain
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।