চায়নার বিখ্যাত ক্যান্টন মেলার ১৩৪তম পর্ব অনুষ্ঠিত
চীনের গুয়াংজো শহরে অনুষ্ঠিত হলো ১৩৪ তম এক্সপোর্ট ইমপোর্ট মেলা যা ক্যান্টন মেলা নামে পরিচিত। এই মেলা১৫ ই অক্টোবর থেকে শুরু হয়ে ০৪ই নভেম্বর পর্যন্ত তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে।কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যানুসারে এবারের ক্যান্টন মেলার মোট প্রদর্শনী এলাকা গতবছরের চেয়ে বেড়ে ১.৫০ মিলিয়ন বর্গ মিটার থেকে ১.৫৫ মিলিয়ন বর্গ মিটারে উন্নীত করা হয়েছেএবং বুথের সংখ্যা ৭০ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে প্রায় ৭৫ হাজার। এছাড়াও অনসাইট প্রদর্শনীতে উদ্যোক্তার সংখ্যা গত বছরের তুলনায় ২৮,০০০থেকে বেড়ে প্রায় ৩৫,০০০ হয়েছে।একই সময়ে ক্যান্টন মেলার প্রতিটি পর্বের কাঠামোগত উন্নয়ন করা হয়েছে।
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।