বর্তমান সময়ে গোটা বিশ্বের আলোচিত এবং প্রথম সারির একটি বৃত্তি হল চায়নার সরকারী বৃত্তি, যার নাম সিএসসি (CSC) – চায়না স্কলারশিপ কাউন্সিল। এই বৃত্তি মূলত এ (A) টাইপ এবং বি (B) টাইপে দেওয়া হয়। ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি-র জন্য। ‘এ’ টাইপের জন্য শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হয়। এখানে মূলত আমি বি (B) টাইপ নিয়ে আলোচনা করতে চাই। এই স্কলারশিপের আওতায় একজন শিক্ষার্থী পাবে সম্পূর্ণ ফ্রি পড়াশোনার সুযোগ, সাথে প্রতি মাসে স্টাইপেন্ড।
বি টাইপ (Type B) এর সুযোগ-সুবিধা সমুহঃ
১। পড়ালেখার খরচ ফ্রি।
২। মাসিক উপবৃত্তিঃ মাস্টার্স- ৩০০০, এবং পিএইচডি ডিগ্রি- ৩৫০০ চীনা ইউয়ান দেওয়া হয়ে থাকে।
৩। আবাসন খরচ ফ্রি।
৪। স্বাস্থ্য বীমা।
যোগ্যতাঃ
মাস্টার্স ডিগ্রির জন্যে ব্যাচেলর বা ডিপ্লোমা সার্টিফিকেট ও সর্বোচ্চ ৩৫ বছর বয়স।
পিএইচডি ডিগ্রির জন্যে মাস্টার্সের সার্টিফিকেট ও সর্বোচ্চ ৪০ বছর বয়স।
আবেদন করতে যা যা লাগবেঃ
১। পাসপোর্ট
২। ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড
৩। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক)
৪। দুইটি রেকোমেন্ডেশন লেটার
৫। আইইএলটিএস (IELTS), এইচএসকে (HSK), অথবা ইংরেজি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট
৬। মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরমেট)
৭। পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়)
৮। স্টাডি প্লান/ রিসার্চ প্রপোসাল
৯। অন্যান্য সনদপত্র
ইউনিভার্সিটি এবং ফ্যাকাল্টি লিস্ট দেখুন এখানেঃ https://www.campuschina.org/universities/index.html
আবেদন পদ্ধতিঃ
বি (B) টাইপে আবেদনের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
প্রথম ধাপ: প্রথমে সব কাগজপত্র সংগ্রহ করতে হবে। কী কী কাগজপত্র সংগ্রহ করতে হবে তা www.campuschina.org ওয়েবসাইটে পাবেন। উল্লেখ্য, পছন্দের বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃতি স্মারক (Acceptance Letter) নিতে পারলে বৃত্তি পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। এক্ষেত্রে প্রফেসরকে ম্যানেজ করতে হবে। যদি তা না করা যায়, ভয় না পেয়ে যা আছে তা দিয়েই শুরু করতে হবে।
দ্বিতীয় ধাপ: সব ফাইল পিডিএফ ফরম্যাটে ট্রানফার করে নিতে হবে। তারপর https://studyinchina.csc.edu.cn/#/register এই লিংকে গিয়ে ইউজার নেইম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সাথে সাথেই সংযুক্ত ইমেইলে একটা মেইল যাবে লিংকসহ। উক্ত লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট এ্যাক্টিভেট করতে হবে। যান্ত্রিক জটিলতায় অনেকক্ষেত্রে মেইল প্রাপ্তিতে সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। আবার স্পাম ফোল্ডারেও মেইল চলে যেতে পারে। অ্যাকাউন্ট একটিভ করে https://studyinchina.csc.edu.cn/#/login লিংকে গিয়ে ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই আপনার প্রোফাইল পেয়ে যাবেন।
তৃতীয় ধাপ: আপনার প্রোফাইলে গিয়ে Apply Now-এ ক্লিক করবেন তাহলে একটা ইনফরমেশন দেওয়ার পেইজ পাবেন। সঠিকভাবে পূরণ করবেন। Contact Person in China নামে নিচে একটা অপশন আসবে। সেখানে আপনি প্রফেসর ম্যানেজ করতে পারলে তার ইনফরমেশন দেবেন আর না পারলে চীনে অবস্থানরত যে কারও ইনফরমেশন দিয়ে দেবেন। তারপর সেভ অপশনে ক্লিক করলে সেটা সেভ হয়ে পরবর্তী পেইজ আসবে, সেখানে আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন দিতে হবে। চাকরির অভিজ্ঞতা থাকলে তাও দিতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড দিতে হবে। এই পেইজেও সবকিছু সঠিকভাবে দিয়ে সেভ দিলে আরেকটা পেইজ আসবে। এখানে আপনার পিতা-মাতাসহ আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। দিয়ে আগের মতোই সেভ দিলে ফিনিশ নামে একটা অপশন আসবে সেখানে ক্লিক করতে হবে।
চতুর্থ ধাপ: তৃতীয় ধাপ শেষ হলে উপরে বাম পাশে অ্যাড অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আসবে সেখানে ক্লিক দিলে একটা পেইজ আসবে সেখানে থাকবে এডিট ইনফরমেশন, স্কলারশিপ এ টাইপ, বি টাইপ, সি টাইপ। এইবার বি টাইপে ক্লিক করলে একটি পেইজ আসবে সেখানে প্রথমেই পাবেন এজেন্সী নাম্বার। এর জন্য গুগলে গিয়ে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের নাম সার্চ দিবেন (যেমন- Peking university agency number)। যেখানে নাম্বার দিলে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের নাম চলে আসবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে তা দেবেন। সাথে আপনার পছন্দের বিষয় ইনপুট দেওয়ার অপশনও পাবেন। সবগুলো সঠিকভাবে ইনপুট দিতে হবে। এখন নিচেই পাবেন আপনার কাগজপত্র আপলোড দেওয়ার অপশন। সেখানে কাগজপত্র আপলোড দিয়ে দিবেন। ছবি ছাড়া সবগুলো চেষ্টা করবেন পিডিএফ ফাইলে দেওয়ার। উল্লেখ্য, ছবির ৫০ কেবি(KB) এবং বাকি ফাইলগুলো ১.৫ এমবি(MB) এর বেশী হওয়া যাবে না।
সবকিছু আপলোড দিয়ে, সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আরেকবার আপনার সব ইনফরমেশন ঠিক আছে কিনা সেটার জন্য সবগুলো পেজে একবার চোখ বুলিয়ে নিবেন। সব ঠিকঠাক থাকলে মহামহিম আল্লাহর নাম নিয়ে ফিনিশ বাটনে ক্লিক করবেন। ব্যস! আপনার আবেদন শেষ। এরপর প্রোফাইল থেকে আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন। আপনি তিনটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না একটাতেই করতে পারবেন। এজন্য আপনাকে আবার বাম পাশের উপরে এড অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তাহলে আগের মতই এজেন্সী নাম্বারে ওই পেজটি আসবে আগের মতই আবার সবকিছু দিয়ে দিতে হবে। এইভাবে এক অ্যাকাউন্টে তিনটি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন।
পঞ্চম ধাপ: এটি একদম শেষ ধাপ। সি এস সি এর ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নিবেন। তারপর আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাবেন। অনেক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাবেন চায়নিজে ভয় নেই। ইংলিশ অপশন পাবেন সেখানে ক্লিক করলেই ইংলিশ হয়ে যাবে। ইন্টারন্যাশনাল স্কুলে চলে যাবে সেখানে গিয়ে আপনার নাম এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। সিএসসি’র মতোই ইমেইলে মেইল যাবে অ্যাকাউন্ট এক্টিভেট করার জন্য। এক্টিভেট করে নিয়ে নাম পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার প্রোফাইলে গিয়ে যে ইনফরমেশনগুলো চাইবে সেগুলো সব সঠিকভাবে দিবেন। সব শেষে আপনার কাগজপত্রগুলো এখানেও আপলোড দিতে হবে। আপলোড দিয়ে শেষ বারের মত একটু চোখ বুলিয়ে নিয়ে মহামহিম আল্লাহর নাম নিয়ে সাবমিট করে দিবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভালোভাবে চেক করবেন যদি তারা হার্ডকপি চায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসের ঠিকানায় হার্ডকপি প্রেরণ করতে হবে। কাগজপত্র পাঠানোর জন্য ডিএইচ এলভালো। অনেক বিশ্ববিদ্যালয় হার্ডকপি চায় না। না চাইলে পাঠানোর দরকার নেই।
জি, শেষ! আপনি বিশ্বের প্রথম সারির একটি স্কলারশিপের জন্য আবেদন করেছেন। অভিনন্দন!
এখন ধৈর্য্য সহকারে ফলাফলের জন্য অপেক্ষা করা ব্যতীত আর কিছুই করার নেই। আশা করছি, খুব দ্রুত চীনে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। শুভকামনা!
লেখক: খাইরুল ইসলাম, মাস্টার্স শিক্ষার্থী, শানডং বিশ্ববিদ্যালয়, শানডং, চীন।