কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে খুব জনপ্রিয় শিক্ষা বৃত্তি। এই বৃত্তিটি ১৫০টিরও বেশি চীনা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ডক্টরাল অধ্যয়ন, গবেষণা, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, চীনা ভাষা এবং সংস্কৃতি অধ্যয়নের জন্য দেওয়া হয়। কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপের মধ্যে রয়েছে টিউশন এবং আবাসন ফি, চিকিৎসা বীমা এবং ব্যক্তিগত খরচের জন্য একটি মাসিক ভাতা। কনফুসিয়াস ইনস্টিটিউট হল একটি সরকারী সংস্থা যার উদ্দেশ্য হল বিশ্বজুড়ে চীনা ভাষা ও সংস্কৃতির জ্ঞান প্রচার করা।
কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপের সুযোগ-সুবিধা সমুহঃ
১। টিউশন ফি ফ্রি
২। মাসিক উপবৃত্তি: চীনা ভাষা এবং সংস্কৃতি অধ্যয়নের জন্য মূলত চার ধরনের বৃত্তি আছে:
শুধুমাত্র ১ সেমিস্টারের জন্য বা একটি একাডেমিক বছরের বৃত্তির ক্ষেত্রে চীনা ভাষা ও সংস্কৃতি কোর্সে প্রতি মাসে 2,500 ইউয়ান (প্রায় ৩৫0 USD/মাস) দেওয়া হয়, ১মাস – সর্বোচ্চ ১১ মাস পর্যন্ত।
BTCSOL ছাত্রদের চীনা ভাষা ও সংস্কৃতি স্নাতক কোর্সের জন্য প্রতি মাসে 2,500 ইউয়ান (প্রায় ৩৫0 USD/মাস) দেওয়া হয়, ৪৮ – সর্বোচ্চ ৬০ মাস(৪-৫ বছর) পর্যন্ত।
MTCSOL ছাত্রদের মাস্টার্স কোর্সের জন্য প্রতি মাসে 3,000 ইউয়ান (প্রায় ৪২0 USD/মাসের সমতুল্য) দেওয়া হয়, ২৪ – সর্বোচ্চ ৩৬ মাস(২-৩ বছর) পর্যন্ত।
এছাড়া, কনফুসিয়াস ইনস্টিটিউট PHD পিএইচডি চায়না স্টাডিজ প্রোগ্রাম: প্রতি মাসে ৬০০০ বা ৭০০০ ইউয়ান (প্রায় ৮৪০-৯০০ USD/মাসের সমতুল্য) দেওয়া হয়, ৩৬ – সর্বোচ্চ ৪৮ মাস(৩-৪ বছর) পর্যন্ত। কনফুসিয়াস চায়না স্টাডিজ প্রোগ্রাম হল একটি গবেষণা পিএইচ.ডি. ফেলোশিপ, যা শিক্ষার্থীদের যারা চীন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ করে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে চীনে ডক্টরাল গবেষণা করতে ইচ্ছুক তাদের তহবিল সরবরাহ করে।
৩। স্বাস্থ্য বীমা
৪। আবেদন ফি ফ্রি
৫। প্রায় সবধরনের স্কলারশিপে প্রথমবারের বিমান ভাড়া ফ্রি ( ব্যতিক্রমঃ বিশেষ কিছু স্কলারশিপের ক্ষেত্রে প্রতি বছর আসা-যাবার খরচ ও কনফুসিয়াস ইনস্টিটিউট বহন করে থাকে।)
যোগ্যতাঃ
১। কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপের জন্য চীনা ভাষায় দক্ষ হতে হবে এবং HSK/HSKK থাকা বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ, চীনা ভাষা ও সংস্কৃতির স্নাতক একাডেমিক কোর্সে অধ্যয়নের জন্য লিখিত HSK3 এ সর্বনিম্ন ১৮০ মার্কস এবং মৌখিক HSKপ্রাথমিকে- সর্বনিম্ন ৬০ মার্কস থাকতে হবে।
২। আবেদনকারীদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে (স্কলারশিপের জন্য আবেদন করার সময় যারা চীনা শিক্ষক হিসাবে কাজ করছেন তাদের জন্য বয়স ৪৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে)। স্নাতক বৃত্তির জন্য আবেদনকারীদের বয়স ২৫ বছরের বেশি হতে পারবে না।
৩। স্কলারশিপ আবেদনকারীদের ক্ষেত্রে অবশ্যই কনফুসিয়াস ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত পরিচালক দ্বারা স্বাক্ষরিত একটি সুপারিশ পত্র থাকতে হবে যার মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করা যায়, অন্যথায় এই স্কলারশিপে আবেদন করা যায় না।
৪। মাস্টার্স ডিগ্রির জন্য ব্যাচেলর বা ডিপ্লোমা সার্টিফিকেট।
৫। পিএইচডি ডিগ্রির জন্য মাস্টার্সের সার্টিফিকেট।
৬। বৃত্তির সময়কালে অন্য অ্যাসাইনমেন্ট গ্রহণ করা যাবে না।
৭। আবেদনকারীদের মধ্যে যারা চীনে তাদের পড়াশোনা শেষ করার পরে কনফুসিয়াস ইনস্টিটিউটের সাথে চীনা ভাষা পাঠদানের এই চুক্তিতে চুক্তিবদ্ধ থাকবেন এবং তার যথাযত ডকুমেন্ট দিতে পারবেন তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
বিঃদ্রঃ কোনো শিক্ষার্থী যদি বর্তমানে চীনের কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিতে অধ্যয়নরত থাকেন, তাহলে তিনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না ।
আবেদন করতে যা যা লাগবেঃ
১। কনফুসিয়াস ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত স্বাক্ষরিত একটি সুপারিশ পত্র
২। পাসপোর্ট
৩। ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড
৪। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক)
৫। দুইটি রেকোমেন্ডেশন লেটার
৬। এইচএসকে (HSK), অথবা চাইনিজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট
৭। মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরমেট)
৮। পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক)
৯। স্ট্যাডি প্লান/ রিসার্চ প্রপোজাল
১০। অন্যান্য সনদপত্র
আবেদনের পদ্ধতিঃ
সাধারণত কনফুসিয়াস ইনস্টিটিউটের ছাত্ররা এই বৃত্তির জন্য আবেদন করার জন্য বিবেচিত হয়ে থাকে, বৃত্তির জন্য নিজ নিজ কনফুসিয়াস ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির(সাধারনত কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ) সাথে যোগাযোগ করতে হয়, পরিচালক দ্বারা স্বাক্ষরিত একটি সুপারিশ পত্র থাকলেই কেবল এই বৃত্তিতে আবেদন করা যায়। কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপের অফিসিয়াল পেজে অনলাইনে আবেদন করতে হবে ( পাসপোর্ট এবং একটি পাসপোর্ট সাইজ ফটো সহ সমস্ত কাগজপত্র স্ক্যান করতে হবে)।
প্রথম ধাপ: কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপে সেপ্টেম্বর সেশনের জন্য আবেদন করতে মে মাসের শুরু পর্যন্ত এবং মার্চ সেশনের জন্য আবেদন করতে নভেম্বরের মাসের শুরু পর্যন্ত আবেদনের সময়সীমা।
দ্বিতীয় ধাপ: প্রথমে এই ওয়েবসাইট থেকে https://cis.chinese.cn/Account/AcceptShool বিশ্ববিদ্যালয় বাচাই করতে হবে। তারপর বাচাইকৃত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ গিয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট স্কলারশিপে আবেদন করতে ইউজার নেইম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার দেওয়া ইমেলে একটি মেইল যাবে লিংকসহ, লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। অনেক সময় মেইল যেতে একটু সময় নেয় অথবা স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে চলে যায়।
তৃতীয় ধাপ: ওয়েবসাইটের আপনার অ্যাকাউন্ট লগ ইন (Login) করে অ্যাপ্লাই নাও (Apply Now) ক্লিক করবেন, তাহলে একটি তথ্য দেওয়ার পেইজ পাবেন। সঠিকভাবে আপনার তথ্যগুলো দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে দিবেন। তারপর সেইভ অপশন এ ক্লিক করলে সেটা সেইভ হয়ে পরবর্তী পেইজ আসবে, সেখানে আপনার পূর্ববর্তী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেজর এবং স্কোর দিতে হবে। পাবলিকেশন পেপার এবং চাকুরির অভিজ্ঞতা থাকলে ভাল হয়, এক্ষেত্রে আপনাকে অবশ্যই পেপার ও চাকুরির অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড দিতে হবে। এই পেইজেও সবকিছু সঠিকভাবে দিয়ে সেইভ দিলে আরেকটা পেইজ আসবে। এখানে আপনার পিতা-মাতাসহ আপনার ঠিকানার ইনফরমেশন দিতে হবে। দিয়ে আগের মতোই সেইভ দিলে ফিনিশ নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করতে হবে।
চতুর্থ ধাপ: তৃতীয় ধাপ শেষ হলে নীচের বাম পাশে অ্যাড/নেক্সট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক দিলে একটা পেইজ আসবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে সেগুলোর ইনফরমেশন দেবেন। এখন নিচেই পাবেন আপনার কাগজপত্র আপলোড দেওয়ার অপশন। সব ডকুমেন্টগুলো পিডিএফ বা ইমেজ ফরম্যাট এ করে নেবেন। সেখানে কাগজপত্রগুলো আপলোড দিয়ে দেবেন। ছবি ছাড়া সবগুলো পিডিএফ ফাইলে দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলে রাখা ভাল, আপনার ছবি ৫০-১০০ কিলোবাইট (KB) এবং বাকি ফাইলগুলো ১-১.৫ মেগাবাইট (MB) এর বেশি হওয়া যাবে না। সবকিছু আপলোড দিয়ে, সেইভ দিয়ে দেবেন। সব ঠিকঠাক থাকলে ফিনিশ বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলেই আপনার আবেদন করা শেষ। এরপর প্রোফাইল থেকে আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন।
পঞ্চম ধাপ: তারপর প্রিন্ট আউট করে ১০ই মে এর আগে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসের ঠিকানায় হার্ডকপি পাঠিয়ে দিতে হয় (যদিও করনা কালীন সময়ে অনেক বিশ্ববিদ্যালয় হার্ডকপি ডকুমেন্ট নেওয়া থেকে বিরত রয়েছে এক্ষেত্রে নিজ নিজ হোস্ট বিশ্ববিদ্যালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা অপরিহার্য )। আবেদন সঠিক মতো করা হলে আবেদনকারীকে ইন্টারভিউ এর জন্য অনেক বিশ্ববিদ্যালয় ইমেইল দ্বারা অবহিত করে থাকে আবার কিছু বিশ্ববিদ্যালয় কোন প্রকার ইন্টারভিউ এর প্রয়োজন হয় না।
বিঃদ্রঃ
১। আবেদনকারী বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে উত্তীর্ণ হলেই একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে।
২। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস জুলাই মাসের দিকে স্কলারশিপের ফলাফল ঘোষণা করবে।
লেখক: মারুফ হাসান, পিএইচডি শিক্ষার্থী, জনপ্রশাসন বিভাগ, হুয়াযং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান, হুবেই, চীন।
সম্পাদনায়: আগা মোস্তাফিজুর রাহমান চৌধুরী, মাস্টার্স শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল চাইনীজ এডুকেশন, সিচুয়ান বিশ্ববিদ্যালয়, সিচুয়ান, চীন।