BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  1. Home
  2. Scholarship
  3. Scholarship Details

Beijing Government Scholarship

  • Maruf Hasan
  • 837 Views
  • Share

বেইজিং সরকারী বৃত্তির আবেদন পদ্ধতি

বেইজিং সরকারী বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি অধ্যয়নের জন্য সম্পূর্ণ ফ্রি শিক্ষা বৃত্তি। বেইজিং মিউনিসিপ্যাল এডুকেশন কমিশন থেকে ৩৫ মিলিয়ন চীনা ইউয়ান (US$৫ মিলিয়ন) নিয়ে বেইজিং সরকারী বৃত্তির প্রাথমিক তহবিল গঠিত হয়। বৃত্তিটি তিনটি বিভাগে জন প্রতি সর্বোচ্চ ৪০০০০ চীনা ইউয়ান (US$৫৭০০) আর্থিক সহয়তা দিয়ে থাকে।

বেইজিং সরকারী বৃত্তি সকল দেশের শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার জন্য উন্মুক্ত। চীনের বেইজিং এ অবস্থিত যেকোনো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ এবং আংশিকভাবে অর্থায়িত স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি প্রদান করে।

বেইজিং সরকারী বৃত্তি এর সুযোগ-সুবিধা সমুহঃ 
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেইজিং সরকারী বৃত্তি শুধুমাত্র টিউশন ফি কভার করে। আবেদনকারীদের যোগ্যতা অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডিগ্রী অনুযায়ী বাৎসরিক টিউশন ফি প্রদান করে থাকে।

১। স্নাতক-৪০০০০ RMB/বছর

২। মাস্টার্স-৩০০০০ RMB/বছর

৩। পিএইচডি ডিগ্রি-২০০০০ RMB/বছর

৪। একটি উচ্চ প্রশিক্ষণ বা দীর্ঘমেয়াদী ভাষা শিক্ষা প্রোগ্রামের জন্য-১০০০০ RMB/বছর

৫। বেইজিং-এ আন্তর্জাতিক শিক্ষায় অসামান্য অবদান সহ এক্সচেঞ্জ শিক্ষার্থীদের- ৫০০০ RMB/বছর

যোগ্যতাঃ
১। ইংরেজি বা চীনা ভাষায় দক্ষ হতে হবে।

২। স্নাতক ডিগ্রির জন্য এইচএসসি সার্টিফিকেট ও সর্বোচ্চ ৩০ বছর বয়স।

৩। মাস্টার্স ডিগ্রির জন্যে ব্যাচেলর বা ডিপ্লোমা সার্টিফিকেট ও সর্বোচ্চ ৩৫ বছর বয়স।

৪। পিএইচডি ডিগ্রির জন্য মাস্টার্সের সার্টিফিকেট ও সর্বোচ্চ ৪০ বছর বয়স।

৫। চীনা সরকারি শিক্ষাবৃত্তিতে অধ্যায়নরত নয় এমন শিক্ষার্থী।

আবেদন করতে যা যা লাগবেঃ
১। পাসপোর্ট

২। ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড

৩। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক)

৪। দুইটি রেকমেন্ডেশন লেটার

৫। ভাষা সার্টিফিকেট

৬। মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরমেট)

৭। পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়)

৮। স্টাডি প্ল্যান/ রিসার্চ প্রপোজাল

৯। অন্যান্য সনদপত্র

আবেদনের পদ্ধতিঃ
প্রথম ধাপ: বেইজিং সরকারী বৃত্তিতে আবেদন করতে প্রথমে এই ওয়েবসাইটে http://english.beijing.gov.cn/studyinginbeijing/choices/ গিয়ে আপনাকে আপনার বিশ্ববিদ্যালয় বাছাই করতে হবে। বেইজিং-এ অবস্থিত বাছাইকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ট্যাব পাবেন। স্কলারশিপ ট্যাব বৃত্তি বিভাগে, বেইজিং সরকারী বৃত্তিতে ক্লিক করুন। এখানে আপনি আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথির তালিকা সহ সেই বাছাইকৃত বেইজিং বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ আবেদন পদ্ধতির নির্দেশনা পাবেন।

দ্বিতীয় ধাপ: আবেদনকারীকে অবশ্যই বাছাইকৃত বেইজিং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসে আবেদনের ডকুমেন্টগুলো জমা দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন http://english.beijing.gov.cn/studyinginbeijing/scholarshipapplications/202006/t20200617_1926391.html বেইজিং সরকারী ওয়েবসাইট এ।

লেখক: মারুফ হাসান, পিএইচডি শিক্ষার্থী, জনপ্রশাসন বিভাগ, হুয়াযং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান, হুবেই, চীন

Prev Post

Confucius Institute Scholarship

Next Post

Shanghai Government Scholarship

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2023   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.