BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • Home (current)
  • About Us
    • About Us
    • Organizational Structure
    • Advisory Board
    • Previous Executive Member
      • 2023-2024
      • 2022-2023
      • 2021-2022
      • 2020-2021
      • 2019-2020
      • 2018-2019
      • 2017-2018
    • President’s Forum
    • Constitution
  • Our Activities
    • BCYSA News
    • Mohaprachir Magazine
    • Chinese Scholarship
    • BCYSA Award
    • BCYSA Research
    • Chinese Trade Fair
    • Career Opportunity
  • BCYSA News
  • Member Directory
  • Join Us
    • Registration
    • Login
  • Others
    • Notice
    • Gallery
    • Videos
    • Contact Us
  1. Home
  2. Scholarship
  3. Scholarship Details

Tianjin Government Scholarship

  • Mohammad Sagar Hossain
  • 1746 Views
  • Share

তিয়ানজিন সরকারী বৃত্তির আবেদন পদ্ধতি

তিয়ানজিন সরকারী বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি অধ্যয়নের জন্য সম্পূর্ণ ফ্রি শিক্ষা বৃত্তি। তিয়ানজিন সরকারী বৃত্তি সকল দেশের শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার জন্য উন্মুক্ত। চীনের তিয়ানজিনে অবস্থিত নানকাই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ এবং আংশিকভাবে অর্থায়িত স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি প্রদান করে।

তিয়ানজিন সরকারী বৃত্তি এর সুযোগ-সুবিধা সমুহ:
সম্পূর্ণ বৃত্তি:

১। রেজিস্ট্রেশন ফি, টিউশন ফি, ল্যাবরেটরি ফি, ইন্টার্নশিপ ফি এবং মৌলিক শিক্ষা উপকরণের ফি ফ্রি

২। মাসিক উপবৃত্তি: স্নাতক-১৪০০, মাস্টার্স-১৭০০, এবং পিএইচডি ডিগ্রি-২০০০-চীনা ইউয়ান দেওয়া হয়ে থাকে।

৩। স্বাস্থ্য বীমা- প্রতি বছর ৮০০-চীনা ইউয়ান

৪। কাম্পাসের ভিতর আবাসন ফি ফ্রি

আংশিকভাবে বৃত্তি:
আংশিক বৃত্তিতে প্রতি বছর স্নাতক- ২০০০০, মাস্টার্স- ৩০০০০, এবং পিএইচডি ডিগ্রি- ৩৮০০০-চীনা ইউয়ান টিউশন ফি দেওয়া হয়ে থাকে।

যোগ্যতা:
১। ইংরেজি মিডিয়ামে আবেদনের জন্য আইইএলটিএস (IELTS) ৬.৫ অথবা টোফেল ৮৭ এবং চীনা মিডিয়ামে এইচএসকে HSK ৪ সর্বনিম্ন স্কোর থাকতে হবে। 

২। স্নাতক ডিগ্রির জন্য এইচএসসি সার্টিফিকেট ও ২৫-বছর বয়সের কম হতে হবে।

৩। মাস্টার্স ডিগ্রির জন্যে স্নাতক বা ডিপ্লোমা সার্টিফিকেট।

৪। পিএইচডি ডিগ্রির জন্য মাস্টার্সের সার্টিফিকেট।

৫। স্নাতক ডিগ্রির জন্য ৪০০-চীনা ইউয়ান এবং স্নাতকোত্তর ডিগ্রির জন্য ৬০০-চীনা ইউয়ান আবেদন ফি।

আবেদন করতে যা যা লাগবে:
১। পাসপোর্ট

২। ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড

৩। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক)

৪। দুইটি রেকমেন্ডেশন লেটার

৫। ভাষা সার্টিফিকেট

৬। মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরমেট)

৭। পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়)

৮। স্টাডি প্ল্যান/ রিসার্চ প্রপোজাল

৯। অন্যান্য সনদপত্র

আবেদনের পদ্ধতি:
প্রথম ধাপ: তিয়ানজিন সরকারী বৃত্তি প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ আবেদনের জন্য উন্মুক্ত করা হয়ে থাকে এবং প্রতি বছর মে মাসের ১০ তারিখ আবেদনের সময়সীমা। নানকাই বিশ্ববিদ্যালয়ের আবেদনকারীদের জন্য আবেদনের আগে হোস্ট সুপারভাইজার খুঁজে বের করা বাধ্যতামূলক নয়। বিশ্ববিদ্যালয় থেকে যদি স্বীকৃতি স্মারক (প্রফেসর দ্বারা প্রি-একসেপ্টেড লেটার) নিতে পারেন তাহলে বৃত্তি পাওয়াটা একটু সহজ হয়ে যায়।

দ্বিতীয় ধাপ: সব ডকুমেন্টগুলো পিডিএফ বা ইমেজ ফরমেট এ করে নেবেন। তারপর https://nankai.17gz.org/member/login.do লিংকে গিয়ে ইউজার নেইম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার দেওয়া ইমেলে একটি মেইল যাবে লিংকসহ,  লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। অনেক সময় মেইল যেতে একটু সময় নেয় অথবা স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে চলে যায়।

তৃতীয় ধাপ: ওয়েবসাইটের আপনার অ্যাকাউন্ট লগ ইন (Login) করে অ্যাপ্লাই নাও (Apply Now) ক্লিক করবেন, তাহলে একটি তথ্য দেওয়ার পেইজ পাবেন। সঠিকভাবে আপনার তথ্যগুলো দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে দিবেন। তারপর সেইভ অপশন এ ক্লিক করলে সেটা সেইভ হয়ে পরবর্তী পেইজ আসবে, সেখানে আপনার পূর্ববর্তী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেজর এবং স্কোর দিতে হবে। পাবলিকেশন পেপার এবং চাকুরির অভিজ্ঞতা থাকলে ভাল হয়, এক্ষেত্রে আপনাকে অবশ্যই পেপার ও চাকুরির অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড দিতে হবে। এই পেইজেও সবকিছু সঠিকভাবে দিয়ে সেইভ দিলে আরেকটা পেইজ আসবে। এখানে আপনার পিতা-মাতাসহ আপনার ঠিকানার ইনফরমেশন দিতে হবে। দিয়ে আগের মতোই সেইভ দিলে ফিনিশ নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করতে হবে।

চতুর্থ ধাপ: তৃতীয় ধাপ শেষ হলে নীচের বাম পাশে অ্যাড/নেক্সট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক দিলে একটা পেইজ আসবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে সেগুলোর ইনফরমেশন দেবেন। এখন নিচেই পাবেন আপনার কাগজপত্র আপলোড দেওয়ার অপশন। সেখানে কাগজপত্রগুলো আপলোড দিয়ে দেবেন। ছবি ছাড়া সবগুলো পিডিএফ ফাইলে দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলে রাখা ভাল, আপনার ছবি ৫০-১০০ কিলোবাইট (KB) এবং বাকি ফাইলগুলো ১-১.৫ মেগাবাইট (MB) এর বেশি হওয়া যাবে না। সবকিছু আপলোড দিয়ে, সেইভ দিয়ে দেবেন। সব ঠিকঠাক থাকলে ফিনিশ বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলেই আপনার আবেদন করা শেষ। এরপর প্রোফাইল থেকে আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন।

পঞ্চম ধাপ: নানকাই বিশ্ববিদ্যালয়ে এর ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নেবেন। তারপর প্রিন্ট আউট করে ১০ই মে এর আগে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসের ঠিকানায় হার্ডকপি পাঠিয়ে দিতে হবে। আবেদন সঠিক মতো করা হলে আবেদনকারীকে ইন্টারভিউ এর জন্য ইমেইল দ্বারা অবহিত করা হবে।

বিঃদ্রঃ

১। নানকাই বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে উত্তীর্ণ হলেই একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে।

২। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস জুন মাসের শেষে স্কলারশিপের ফলাফল ঘোষণা করবে।

লেখক: মোঃ সাগর হোসেন, মাস্টার্স শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (UCAS), বেইজিং, চীন। 

Prev Post

Shanghai Government Scholarship

Next Post

Guangdong Provincial Government Scholarship

My Modal

Add content here.

This is a vertically centered modal. Modal body text goes here. This content can be whatever you'd like. Text, images, forms, etc.. can be added here in the modal body.

BANGLADESH CHINA

YOUTH STUDENT ASSOCIATION

  • About Us
  • BCYSA News
  • Member Directory
  • Career Opportunity

©  2018 - 2025   BCYSA .  All Rights Reserved .  Designed and Developed by Technohaat IT Ltd.