গুয়াংডং প্রদেশ সরকার গুয়াংডং সরকার মেধাবী বিদেশী শিক্ষার্থীদের “গুয়াংডং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট উটস্টান্ডিং ফরেন স্টুডেন্ট স্কলারশিপ” বৃত্তি প্রতিষ্ঠা করেছে। এই বৃত্তিটি দুর্দান্ত পারফরম্যান্স সহ আন্তর্জাতিক ডিগ্রি শিক্ষার্থীদের ভর্তুকি দেওয়ার জন্য ব্যবহৃত হয়। গুয়াংডং প্রদেশে অবস্থিত বিশ্ববিদ্যালয়তে পড়ুয়া শিক্ষার্থীরায় কেবল এই স্কলার্শিপে আবেদন করতে পারে।
প্রাসঙ্গিক তথ্য নিম্নরূপ:
১। চীনা ছাড়া যে কোন দেশের বিদেশী শিক্ষার্থী যারা গুয়াংডং প্রদেশে অবস্থিত যেকোন বিশ্ববিদ্যালয়তে ভর্তি হয়েছে।
২। স্নাতক ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত আবেদনকারীদের অবশ্যই হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে এবং তাদের বয়স ৩০ বছরের কম হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত আবেদনকারীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বয়স ৩৫ বছরের কম হতে হবে। ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত আবেদনকারীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং তাদের বয়স ৪০ বছরের কম হতে হবে।
৩। চীনা আইন, প্রবিধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় এবং স্কুলের নিয়ম মেনে চলা। অধ্যয়ন এবং নৈতিকতা উভয় ক্ষেত্রেই ভাল পারফরম্যান্স, উচ্চ উপস্থিতির হার সহ, প্রতিটি প্রয়োজনীয় কোর্সে একটি ভাল গ্রেড প্রাপ্ত করা।
৪। একই বছরে অন্য কোনো বৃত্তি পাননি।
বৃত্তি সুবিধা:
ব্যাচেলর ডিগ্রি ছাত্র: RMB ১০০০০/বছর
মাস্টার ডিগ্রি ছাত্র: RMB ২০০০০/বছর
ডক্টরাল ডিগ্রি ছাত্র: RMB ৩০০০০/বছর
আবেদন পদ্ধতি:
নবীন শিক্ষার্থী এবং প্রবীন শিক্ষার্থীদের জন্য ২ টি আবেদন পত্র সম্পূর্ণ আলাদা।
নবীন শিক্ষার্থীদের আবেদন পদ্ধতি:
প্রথম ধাপ: নবীন একজন শিক্ষার্থীকে প্রথমে সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালে www.scut.edu.cn/sie/english একটি স্টুডেন্ট আকাউন্ট তৈরি করে সেল্ফ ফান্ডে পড়াশুনার জন্য আবেদন করতে হবে। ওয়েবসাইটের আপনার অ্যাকাউন্ট লগ ইন (Login) করে অ্যাপ্লাই নাও (Apply Now) ক্লিক করবেন, তাহলে একটি তথ্য দেওয়ার পেইজ পাবেন। সঠিকভাবে আপনার তথ্যগুলো দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে দিবেন। তারপর সেইভ অপশন এ ক্লিক করলে সেটা সেইভ হয়ে পরবর্তী পেইজ আসবে, সেখানে আপনার পূর্ববর্তী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেজর এবং স্কোর দিতে হবে। পাবলিকেশন পেপার এবং চাকুরির অভিজ্ঞতা থাকলে ভাল হয়, এক্ষেত্রে আপনাকে অবশ্যই পেপার ও চাকুরির অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড দিতে হবে। এই পেইজেও সবকিছু সঠিকভাবে দিয়ে সেইভ দিলে আরেকটা পেইজ আসবে। এখানে আপনার পিতা-মাতাসহ আপনার ঠিকানার ইনফরমেশন দিতে হবে। দিয়ে আগের মতোই সেইভ দিলে ফিনিশ নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করতে হবে।
ওয়েবসাইটের নীচের বাম পাশে অ্যাড/নেক্সট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক দিলে একটা পেইজ আসবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে সেগুলোর ইনফরমেশন দেবেন। এখন নিচেই পাবেন আপনার কাগজপত্র আপলোড দেওয়ার অপশন। সেখানে কাগজপত্রগুলো আপলোড দিয়ে দেবেন। ছবি ছাড়া সবগুলো পিডিএফ ফাইলে দেওয়ার চেষ্টা করবেন। সব ডকুমেন্টগুলো পিডিএফ বা ইমেজ ফরমেট এ করে নেবেন। এখানে বলে রাখা ভাল, আপনার ছবি ৫০-১০০ কিলোবাইট (KB) এবং বাকি ফাইলগুলো ১-১.৫ মেগাবাইট (MB) এর বেশি হওয়া যাবে না। সবকিছু আপলোড দিয়ে, সেইভ দিয়ে দেবেন। সব ঠিকঠাক থাকলে ফিনিশ বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলেই আপনার আবেদন করা শেষ। এরপর প্রোফাইল থেকে আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন।
পাসপোর্ট কপি (ছবির পৃষ্ঠা), সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক), চীনা বা ইংরেজিতে একটি অধ্যয়ন বা গবেষণা পরিকল্পনা (শুধুমাত্র স্নাতকোত্তর আবেদনকারীরা, ৫০০ শব্দের কম নয়), পূর্ববর্তী অধ্যাপক বা সহযোগী অধ্যাপকদের কাছ থেকে চীনা বা ইংরেজিতে দুটি রেফারেন্স লেটার (শুধুমাত্র স্নাতকোত্তর আবেদনকারীদের), সুপারভাইজের থেকে নেয়া একসেপটেন্স লেটার (শুধুমাত্র স্নাতকোত্তর আবেদনকারীর জন্য), বিদেশী "শারীরিক পরীক্ষার ফর্ম", অবশ্যই ইংরেজি বা চীনা ভাষায় পূরণ করতে হবে,গবেষনা পত্র যদি থেকে থাকে,সদ্য তোলা ছবি,আইইএলটিএস (IELTS), এইচএসকে (HSK), অথবা ইংরেজি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এবং অন্যান্য সনদপত্র ডাক যোগে মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিম্ন লিখিত ঠিকানায় পাঠাতে হবে: School of International Education, South China University of Technology, Guangzhou University Town, Panyu District, Guangzhou, China,510006.
দ্বিতীয় ধাপ: বিশ্ববিদ্যালয় সকল জামাকৃত কাগজ পত্র যাচাই বাছাই করার পর যদি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য যোগ্য হয় তবে সেই শিক্ষার্থীর স্টুডেন্ট একাউন্টে আপ্লিকেশন গ্রহণ করা হয়েছে লিখা দেখা যাবে। তার কিছু দিন পর শিক্ষার্থীর সকল কাগজ পত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ কাউন্সিলের কাছে পাঠাবে। তারা যাচাই বাছাই শেষে যদি বিশ্ববিদ্যালয়ের মনে হয় সেই শিক্ষার্থী স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য তাহলে বিশ্ববিদ্যালয় তাকে একটি ইমেল পাঠাবে সাথে তার প্রি এডমিশন লেটার, স্কলারশিপ ফর্ম, ইনভয়েস ফরম (রেজিস্ট্রশন ফি ৫৪০ RMB)। রেজিস্ট্রেশন ফি উইচ্যাট বা আলি পে-র মাধ্যমে বা চীনে অবস্থানরত বন্ধুর মাধ্যমে ব্যাংক যোগে প্রদান করে তার রশিদের স্ক্যান কপি এবং স্কলার্শিপের পূরনকৃত ফর্মের স্ক্যান কপি ই-মেইল যোগে পাঠাতে হবে। প্রি এডমিশন লেটারে উল্লেখ করা থাকবে বিশ্ববিদ্যালয় তাকে কোন স্কলার্শিপ কত বছরের জন্য অফার করছে এবং তার সাথে কি কি সুবিধা থাকবে।
তৃতীয় ধাপ: ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট অফিস সফল আবেদনকারীদের ভর্তির চিঠি এবং ভিসা আবেদনপত্র (JW202) পাঠাবে। নভেম্বের মাসে ফাইনাল ফলাফল প্রকাশিত হয় এবং কে কে স্কলারশিপ পেয়েছে তার তালিকা প্রকাশ করা হয়। আর ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই বৃত্তি অর্থ শিক্ষার্থীর ব্যাংক আকাউন্টে বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়।
বিশেষ দ্রষ্টব্য: এটি এককালীন স্কলারশিপ। যার জন্য প্রতি বছর আবেদন করতে হয়। এই স্কলারশিপে শুধু একাডেমিক ফলাফল কে গুরুত্ব দেয়া হয় না। শিক্ষার্থী পড়াশুনার পাশাপাশি যে সব এক্টিভিটিস যেমন ভলেন্টিয়ারী, রক্ত দান, চাইনিজ কালচার বা প্রোগ্রামে অংশ গ্রহন কে গননা করা হয়। এছাড়া শিক্ষার্থীর প্রকাশিত গবেষনা পত্রের জন্য ও পয়েন্ট রয়েছে।
নবীন শিক্ষার্থীদের যে সব প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে:
১। গুয়াংডং প্রভিন্সিয়াল গভর্নমেন্ট উটস্টান্ডিং ফরেন স্টুডেন্ট স্কলারশিপের আবেদন পত্র)।
২। পাসপোর্ট কপি (ছবির পৃষ্ঠা)।
৩। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক)
৪। চীনা বা ইংরেজিতে একটি অধ্যয়ন বা গবেষণা পরিকল্পনা (শুধুমাত্র স্নাতকোত্তর আবেদনকারীরা, ৫০০ শব্দের কম নয়)।
৫। পূর্ববর্তী অধ্যাপক বা সহযোগী অধ্যাপকদের কাছ থেকে চীনা বা ইংরেজিতে দুটি রেফারেন্স লেটার (শুধুমাত্র স্নাতকোত্তর আবেদনকারীদের)।
৬। সুপারভাইজের থেকে নেয়া একসেপটেন্স লেটার (শুধুমাত্র স্নাতকোত্তর আবেদনকারীর জন্য )।
৭। বিদেশী "শারীরিক পরীক্ষার ফর্ম", অবশ্যই ইংরেজি বা চীনা ভাষায় পূরণ করতে হবে।
৮। গবেষনা পত্র যদি থেকে থাকে।
৯। সদ্য তোলা ছবি।
১০। আইইএলটিএস (IELTS), এইচএসকে (HSK), অথবা ইংরেজি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট।
১১। অন্যান্য সনদপত্র।
বার্ষিক আবেদনের সময়: ১লা মে থেকে ৩০শে জুন।
লেখিকা: ফারহানা শুচি, পি এইচ ডি শিক্ষার্থী, ফুড সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সাউথ চীন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গুয়াংজু, চীন।