
আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীনে অনেক শিক্ষাবৃত্তি রয়েছে। চীনা সরকারি শিক্ষাবৃত্তি, প্রদেশীয় শিক্ষাবৃত্তি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শিক্ষাবৃত্তি, বেল্ট এন্ড রোড শিক্ষাবৃত্তি, সিল্ক রোড শিক্ষাবৃত্তি, UNSO শিক্ষাবৃত্তিসহ আরও আনেক শিক্ষাবৃত্তি রয়েছে। ফুজিয়ান প্রদেশেও রয়েছে ফুজিয়ান সরকার কর্তৃক পরিচালিত ‘ফুজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’। ফুজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় প্রতিবছর বহু আন্তর্জাতিক শিক্ষার্থী স্বল্প ও দীর্ঘ মেয়াদী স্কলারশিপ নিয়ে ফুজিয়ানে আসছে ব্যাচেলর, মাস্টার্স, ডক্টরাল ডিগ্রীর উদ্দেশ্যে। এছাড়াও ফুজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে ভিজিটিং স্কলার হিসেবেও চীনে তথা ফুজিয়ানে আসার সুযোগ আছে। চলুন জেনে নিই আবেদনের যোগ্যতা সহ কি ধরনের সুযোগ-সুবিধা আছে ফুজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের অধীনে।
ফুজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ এর সুযোগ-সুবিধা সমূহ:
১. গভর্নর স্পেশাল স্কলারশিপ প্রোগ্রামঃ স্কলারশিপের পরিমান বাৎসরিক ৬০,০০০ RMB প্রতিজন।
২. ইন্টারন্যাশনাল লিয়াজো অব প্রোভিয়েন্সিয়াল পার্টনারশিপ সিটিস স্ট্যাডিজ ইন ফুজিয়ান প্রোগ্রামঃ স্কলারশিপের পরিমান বাৎসরিক ৩০,০০০ RMB প্রতিজন।
৩. ইন্টারন্যাশনাল লিয়াজো অব প্রোভিয়েন্সিয়াল পার্টনারশিপ সিটিস ট্রেনিজ ইন ফুজিয়ান প্রোগ্রামঃ স্কলারশিপের পরিমান বাৎসরিক ৩০,০০০ RMB প্রতিজন।
৪. সল্প-মেয়াদি ট্রেনিজ প্রোগ্রামঃ মাসিক ৫,০০০ RMB প্রতিজন।
৫. ফুজিয়ান প্রদেশের স্বশাসিত বিশ্ববিদ্যালয় সমূহের স্কলারশিপ:
• স্নাতক বা ব্যাচেলর ডিগ্রী অথবা দীর্ঘ মেয়াদী ভাষা শিক্ষাঃ স্কলারশিপ প্রদান করা হবে ৩ বছর অথবা ৪ বছর মেয়াদী। স্কলারশিপের পরিমান বাৎসরিক ৩০,০০০ RMB প্রতিজন।
• মাস্টার্স ডিগ্রী অথবা জেনারেল স্কলার স্টুডেন্টঃ স্কলারশিপ প্রদান করা হবে ২-৩ বছরের জন্য এবং স্কলারশিপের পরিমান বাৎসরিক ৪০,০০০ RMB প্রতিজন।
• ডক্টরাল ডিগ্রী অথবা সিনিয়র স্কলার স্টুডেন্টঃ স্কলারশিপ প্রদান করা হবে ৩-৪ বছরের জন্য এবং স্কলারশিপের পরিমান বাৎসরিক ৫০,০০০ RMB প্রতিজন।
যোগ্যতা: আবেদনকারীকে নন-চাইনিজ এবং সু-স্বাস্থের অধিকারী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:
১। ‘গভর্নর স্পেশাল স্কলারশিপ প্রোগ্রাম’ এর জন্য আবেদনকারীকে অবশ্যই ফুজিয়ান প্রভিয়েন্সিয়াল পার্টনারশিপ সিটিস কর্তৃক রিকমেন্ডেড হতে হবে এবং আবেদনকারীর বয়স সীমা ৫০ বছরের মধ্যে হতে হবে।
২। ‘ইন্টারন্যাশনাল লিয়াজো অব প্রোভিয়েন্সিয়াল পার্টনারশিপ সিটিস স্ট্যাডিজ ইন ফুজিয়ান প্রোগ্রাম’ এর জন্য আবেদনকারীকে অবশ্যই ফুজিয়ান প্রভিয়েন্সিয়াল পার্টনারশিপ সিটিস কর্তৃক রিকমেন্ডেড হতে হবে। আবেদনকারীর বয়স সীমা ৫০ বছরের মধ্যে হতে হবে।
৩। ‘ইন্টারন্যাশনাল লিয়াজো অব প্রোভিয়েন্সিয়াল পার্টনারশিপ সিটিস ট্রেনিজ ইন ফুজিয়ান প্রোগ্রাম’ এর জন্য আবেদনকারীর বয়স সীমা ৫০ বছরের মধ্যে হতে হবে।
৪। ফুজিয়ান প্রদেশের স্বশাসিত বিশ্ববিদ্যালয় সমূহে আবেদন করার শর্তাবলী:
• স্নাতক বা ব্যাচেলর ডিগ্রীর জন্য অথবা দীর্ঘ মেয়াদী ভাষা শিক্ষার জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং আবেদনকারীর বয়স সীমা অবশ্যই অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।
• স্নাতক বা মাস্টার্স পর্যায়ে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে এবং আবেদনকারীর বয়স সীমা অবশ্যই অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
• জেনারেল স্কলার প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে অথবা কমপক্ষে ২ বছর স্নাতক পর্যায়ে পড়াশুনা করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স সীমা অবশ্যই অনূর্ধ্ব ৫০ বছর হতে হবে।
• ডক্টরাল ডিগ্রীর জন্য আবেদনকারীকে মাস্টার্স ডিগ্রধারী হতে হবে। আবেদনকারীর বয়স সীমা অবশ্যই অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।
• সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আবেদনকারীকে মাস্টার্স ডিগ্রিধারী অথবা তদূর্ধ্ব ডিগ্রিধারী এবং সহযোগী অধ্যপক বা তদূর্ধ্ব পদ মর্যাদার হতে হবে এবং আবেদনকারীর বয়স সীমা অবশ্যই অনূর্ধ্ব ৫০ বছর হতে হবে।
• ভাষার ধরনের জন্য আবেদনকারীকে অবশ্যই সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের ভাষাকে প্রাধান্য দেওয়া হবে।
বিঃদ্রঃ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC স্কলারশিপ) অর্জনকারী কোন আবেদনকারী ফুজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ জন্য আবেদন করতে পারবে না।
আবেদন করতে যা যা লাগবে:
১। ফুজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে।
২। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারী বাধ্যতামূলক)
৩। ফরেনার স্বাস্থ্য পরীক্ষার মূল এবং ফটোকপি ফর্ম।
৪। স্টাডি প্লান/ রিসার্চ প্রপোসাল (সর্বনিন্ম ৪০০ শব্দের)
৫। মিউজিক এবং আর্ট বিষয়ে আবেদনের জন্য আবেদনকারীকে নিজস্ব শৈল্পিক কাজ জমা দিতে হবে।
৬। ১৮ বছরের নিচের প্রার্থীদের অবশ্যই তাদের অভিভাবকদের থেকে বৈধ্য সনদ প্রদান করতে হবে।
৭। আবেদনকারীর জমা দেওয়া কগজপত্র অফেরতযোগ্য।
আবেদন সহ বিস্তারিত জানতে নিচের লিংকে ভিজিট করুন: https://www.chinesescholarshipcouncil.com/fujian-government-scholarship.html
ফুজিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদনের সময়সীমাঃ প্রতিবছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আবেদনকারী হাতে হাতে আবেদন পত্র জমা দিতে পারবে অথবা অনলাইনে আবেদন করতে পারবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
No. 162, Gu Pin Rd, Gulou District, Fuzhou, Fujian, China.
Postcode: 350003
Tel: 0591-87821532
Fax: 0591-87856880
লেখক: অজয় কান্তি মন্ডল, পিএইচডি গবেষক, ফুজিয়ান এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটি, ফুজিয়ান, চীন।