
এক সামিয়ানা

এক সামিয়ানা
মোহাম্মদ হেদায়েতুল ইসলাম
এসো বী'র ছুটে এসো সত্যের সামিয়ানার নিচে,
আহিত সাধনে মত্ত যারা ছুটো না তাদের পিছে।
তমিশ্র এই সামিয়ানার আশেপাশে পাবেনা,
এসো বীর তুমি আলোকিত হবে কেন বোঝনা।
অদ্রি ছেদিয়া তটিনী ভেদিয়া এস বীর বীরেরই মতো,
বীর মুছে দাও মানুষের বিষাদের আছে যত ক্ষত।
বীর দাও মুছে দাও মজলুমের নেত্র বারি,
ক্ষুধার্তের জন্য ছোট বীর পাশে দাঁড়াও তারি।
সামিয়ানা হতে শিক্ষাকে রাত দিনে দাও ছড়িয়ে,
বীর দাও তুমি কুসংস্কার সব পুড়িয়ে,
সামিয়ানা হতে বীর অমৃত ছড়াও মানবের মাঝে,
অজস্র প্রীতি ছড়াবেই বীর সামিয়ানায় সকাল সাঁঝে।
সামিয়ানার মাঝে স্তুতির বাণী পাবে সুরে সুরে,
সামিয়ানার বীর বিনয়কে ছড়িয়ে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।