
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একদিন

শেখ তাওহিদুল ইসলাম: গত ১৭ এবং ১৮ মে লানঝো বিশ্ববিদ্যালয়ে জমকালো ভাবে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
উত্তর পশ্চিম চীনের গানসু প্রদেশের রাজধানী শহর লানঝো এর একটি সুনামধন্য ভার্সিটি হল লানঝো জিয়াওটং ইউনিভার্সিটি। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটি লানঝো শহরে একটি সুনামধন্য রেলওয়ে ইউনিভার্সিটি হিসেবে পরিচিত।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।