চীনে রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা
নিউজ ডেস্কঃ চীনের বিভিন্ন প্রদেশে পবিত্র
রমজানের চাঁদ
দেখা গেছে।
কাল শুক্রবার
থেকে রোজা।
শুরু হলো
সিয়াম সাধনার
মাস। রহমত, বরকত, মাগফেরাত
ও নাজাতের
সওগাত নিয়ে
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।