BCYSA -র সকল কার্যনির্বাহী বোর্ড সদস্যদের পরিচিতি প্রকাশ
BCYSA NEWS DESK: গত ৩রা মে বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (BCYSA) তৃতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং ৯ মে প্রথম কার্যনির্বাহী সদস্যদের অনলাইন সভার মাধ্যম নতুন বোর্ড দায়িত্ব গ্রহন করে। ২০ সদস্যের নবগঠিত কমিটি আগামী এক বছর সংগঠনকে পরিচালনা করবে। নতুন কমিটি গঠনে তিন সদস্যের একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন এবং প্রার্থী বাছাইয়ে গত একবছরে সংগঠনে প্রতি ভূমিকাকে বিশেষ প্রাধান্য দেয়া হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় এবং বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলোঃ
নবনির্বাচিত সভাপতি এ.এ.এম. মুজাহিদ বর্তমানে চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন বিভাগের পিএইচডি তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী এবং
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।