চীনে বাংলাদেশিদের পাঠানো ছবিতে ঈদুল আযহা উদযাপনের মুহুর্ত
BCYSA নিউজ ডেস্ক, চীনঃ গত ৩১শে জুলাই চীনে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ঈদুল আযহা। চীনা এবং বিদেশী মুসলিম সহ এতে অংশ নেয় চীনের বিভিন্ন প্রদেশ এবং শহরে অবস্থানরত অসংখ্য শিক্ষার্থী এবং কর্মজীবী প্রবাসী বাংলাদেশি। চলুন, তাদের পাঠানো ছবিতে দেখে আসি চীনে পবিত্র ঈদুল আযহা উদযাপন মুহূর্ত।
Photo: Kamal Khan Bijoy, Changsa University of Science and Technology, Changsa


Photo: Dr Ariful Haque, Kunming Medical University, Kunming
Photo: Abdul Kader Shabuj, Jinan Vocational College, Jinan Shandong

BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।