BCYSA-র নতুন লোগো উন্মোচন
BCYSA NEWS DESK: একবিংশ শতাব্দীতে
উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমরাও গড়বো ডিজিটাল বাংলাদেশ। এই স্লোগানে উজ্জীবিত আমরা
১৬ কোটি বাঙালী।
বর্তমানে বাংলাদেশের অর্থনীতির বেশ বড় একটি অংশ চীন নির্ভর।
এদেশ সৃষ্টির সূচনালগ্ন থেকেই আমরা কাছে পেয়েছি আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র চীনকে।
এরই সূত্র ধরে প্রতিনিয়ত এই সম্প্রীতির বন্ধন আরও গভীর হচ্ছে। দুই দেশের মধ্যেকার বন্ধুত্বকে
আরও জোরদার করতে "বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন" ইতিপূর্বে
বেশকিছু উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ও চীনকে একটি প্ল্যাটফর্মে
এনে দু'দেশের ছাত্র ও পেশাজীবীদের মধ্যে উচ্চশিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের যোগসূত্র
স্থাপন করার লক্ষ্যে সংগঠনটি বদ্ধ পরিকর।
২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে "বাংলাদেশ চায়না ইয়ুথ
স্টুডেন্ট অ্যাসোসিয়েশন" এতদিন যে লোগোটি ব্যবহার করে আসছিলো, সম্প্রতি তা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
BCYSA এর নতুন লোগো
নতুন এই লোগোতে দু'টি রং ব্যবহার করা হয়েছে;
নেভি ব্লু এবং অফ হোয়াইট। নেভি ব্লু স্থায়িত্ব, শক্তি এবং কর্তৃত্বের প্রতীক। অফ হোয়াইট সাদা রঙ থেকেই সৃষ্ট আরেকটি রং।
সাদা হলো উদারতা, শান্তি এবং
বিশুদ্ধতার প্রতীক। একে পরিপূর্ণতার রঙ হিসেবেও বিবেচনা
করা হয়। লোগোর ওপরে তিনটি তারকা দ্বারা শ্রেষ্ঠত্ব ও উৎকর্ষ নির্দেশ করা হয়েছে। লোগোতে
"বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন" এর সংক্ষিপ্ত রূপ (বিসিওয়াইএসএ)-কে
বড় করে দেওয়া হয়েছে এবং এর নিচে সংগঠনটির পুরো নাম জুড়ে দেয়া হয়েছে। শেষে থাকা তিনজন
ব্যক্তি একটি একতাবদ্ধ দলকে নির্দেশ করে। কোট এবং টাই দ্বারা শিক্ষার্থী এবং পেশাজীবী
ব্যক্তিবর্গকে নির্দেশ করা হয়েছে। লাল-সবুজ টাই বাংলাদেশ এবং লাল-হলুদ টাই দ্বারা চীনকে
নির্দেশ করে। সম্পূর্ণ লোগোটি দ্বারা চীনে অবস্থিত বাংলাদেশী শিক্ষার্থী এবং পেশাজীবী
ব্যক্তিবর্গের একটি সংগঠনকে নির্দেশ করা হয়েছে।
শিক্ষা এবং পেশার সাথে একতা যোগ হলেই হবে সমৃদ্ধি। আর দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে কাজ করছে চীনে অবস্থানরত ছাত্র ও পেশাজীবীদের প্রানের সংগঠন "বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন"। অতি অল্প সময়েই সংগঠনটি অর্জন করেছে সকলের আস্থা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মেধা, শ্রম এবং সৃজনশীলতা দিয়ে দু-দেশের মধ্যে সুসম্পর্ক আরও জোরদার করে এগিয়ে যাবে দুর্বার গতিতে, এই প্রত্যয়ে বলীয়ান "বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন"।
BCYSA/ মাসুম বিল্লাহ
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন