দ্যা আর্ট অব এভিয়েশন
মাইন উদ্দিন জোবায়েদঃ পাখির মতো এক পাখার মনোপ্লেন নিয়ে শুরু হয় আমাদের
যাত্রা, তারপর ক্রমে
ক্রমে আধুনিক হতে থাকে আমাদের প্রযুক্তি, চিন্তাভাবনা। সভ্যতায়
আসতে থাকে বাইপ্লেন, ট্রাইপ্লেন, পলিপ্লেনসহ নতুন নতুন ডিজাইনের বিমান। সবার লক্ষ্য ছিলো সবচেয়ে স্বল্প খরচে, দ্রুতগতির ফলপ্রসূ, দূরপাল্লার
বিমান বানানো এবং প্রতিযোগিতার ফলশ্রুতিতে আমরা পেয়েছি শব্দের বেগের দুই, তিন এমনকি পাঁচ গুণের ও বেশি গতি এবং
নিরন্তর গবেষণা আমাদের এগিয়ে নিচ্ছে সাবসনিকের এই যুগ থেকে হাইপারসনিক যুগের
বিপ্লবে।
যখন আকাশে দেখেন ছোট বা বড় আকৃতির বিমান, ছোট পাখা বা বিশাল বড় পাখার বিমান, লেজবিহীন কিংবা পাখা বিহীন অদ্ভুত বিমান, ডানাভাঙ্গা বা উপর নিচ বাঁক করা ডিজাইন, শরীর তীক্ষ্ণচোখা কিংবা ভোঁতা এমন বিমান, দানবাকৃতির মালবাহী বিমান কিংবা উভচর বিমান, <
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।