স্বরচিত কবিতাঃ পুনরুদ্ধার
পুনরুদ্ধার
রাফী
উর রহমান
শুকাতে
শুকাতে ফেঁটে চৌচির হতে চাও
আকাশ
তোমাকে বারবার বাঁচিয়ে দিয়ে যাবে
উত্তপ্ত
আগুনে পুড়ে ছাই হয়ে যেতে চাও
কোমল
শীতল স্পর্শে তুমি নবরূপা হয়ে যাবে
বিষাক্ত
শরীরে অন্ধকারে ডুবে যেতে চাও
সূর্যোদয়ের
প্রতাপে তুমি শুদ্ধতায় জেগে উঠবে
ধু
ধু প্রান্তরে চিৎকার করে কাঁদতে চাও
রংধনুর
হাসিতে তুমি আচ্ছন্ন হয়ে যাবে
একটি
গোধূলির উন্মাদনাকে উপেক্ষা করতে চাও
সমস্ত
উচ্ছ্বাস তোমাকে গ্রাস করে ফেলবে
রাতের
নির্জনতায় নিজেকে লুকিয়ে ফেলতে চাও
জ্যোৎস্নার
আলোয় তুমি উদ্ভাসিত হয়ে যাবে ।
লেখাটি BCYSA 
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।