চীনে বাংলাদেশী অধ্যাপকের সাফল্যগাঁথা
BCYSA NEWS: বাংলা মায়ের সোনার ছেলেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন যারা দেশকে বিশ্বের দরবারে সুনামের সাথে প্রতিনিধিত্ব করছেন। ড. মোঃ নাজিরুল ইসলাম সরকার এমনি একজন যাকে নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে।
গত বছর যখন পুরো পৃথিবী করোনা মহামারীর কারণে ভীত-সন্ত্রস্ত ও মারাত্মক সময় পার করেছে, ঠিক তখনি পরপর দুইটি সেরা পুরষ্কার পেয়ে ড. সরকার বাংলাদেশকে সম্মানিত করেছেন। চীনের নেইজিয়াং নরমাল ইউনিভার্সিটিতে গত ৩১ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে ড. সরকার বিশ্ববিদ্যালয়ের "টপ রিসার্চার ক্যাটাগরিতে" সেরা গবেষক হিসেবে পুরষ্কার পেয়েছেন। একই বছরের সেপ্টেম্বর মাসে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে "আউটস্ট্যান্ডিং শিক্ষক" হিসেবে মনোনীত হন।
ড. সরকার বর্তমানে চীনের নেইজিয়াং নরমাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান
এবং জনপ্রশাসন ফ্যাকাল্টিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি নগর ব্যবস্থাপনা,
দুর্যোগ ব্যবস্থাপনা এবং কমিউনিটি পরিষেবা ব্যবস্থাপনা বিষয়ে পাঠদান করছেন। শিক্ষকতার
পাশাপাশি তিনি কৃষি সম্প্রসারণ, গ্রামীণ উন্নয়ন, দুর্যোগ ও পরিবেশ ব্যবস্থাপনা, কমিউনিটি
ভালনারেবিলিটি, রেজিলিয়েন্স, দারিদ্র বিমোচন, গ্রামীণ জীবনযাত্রা এবং খাদ্য নিরাপত্তা
নিয়ে অত্যন্ত সফলতার সাথে গবেষণা করে যাচ্ছেন।
ড. সরকার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধানঘড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শামসুল হক সরকার এবং লাইলী বেগমের প্রথম সন্তান ড. সরকার গ্রামেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় এবং বোনারপাড়া কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সফলতার সাথে শেষ করেন।
তিনি ২০০৫ সালে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে কৃষিতে সম্মান ডিগ্রী অর্জন করেন এবং ২০০৭ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে প্রফেসর ড. মু. আবুল কাসেম ও প্রফেসর ড. মু. জুলফিকার রহমানের তত্ত্বাবধানে মাস্টার্স শেষ করেন। এরপর কানাডার সিওএল থেকে ব্যবসা প্রশাসনে তিনি প্রফেসর ড. মোস্তফা আজাদ কামালের তত্ত্বাবধানে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাঙ্কারস বাংলাদেশ থেকে জেনারেল ব্যাংকিংয়ের উপরে ডিপ্লোমা ডিগ্রি এবং ইসলামী ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে ইসলামিক ব্যাংকিংয়ে আরও একটি ডিপ্লোমা অর্জন করেছেন।
ড. সরকার চীনের সিচুয়ান ইউনিভার্সিটি থেকে ২০১৯ সালে পিএইচডি
ডিগ্রী অর্জন করেন স্বনামধন্য প্রফেসর ড. মিন উ, প্রফেসর ড. জি এম মনিরুল আলম এবং প্রফেসর
ড. রজার সি সাউজ এর তত্ত্বাবধানে। পিএইচডি সম্পন্ন করে তিনি চীনের নেইজিয়াং নরমাল ইউনিভার্সিটিতে
রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসন ফ্যাকাল্টিতে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। সহযোগী
অধ্যাপক হিসাবে যোগদানের পূর্বে তিনি ডিএফআইডি`র অর্থায়নে চর জীবিকা নির্বাহ প্রোগ্রামের
অধীনে মশলা ফসল উৎপাদন সংক্রান্ত অফিসার হিসাবে এবং ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ডেপুটি
ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।
ড. সরকার ইতোমধ্যে তার গবেষণা বিশ্বের গুরুত্বপূর্ণ সাময়িকী যেমন ল্যান্ড ইউজ পলিসি, ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন, সাস্টেনেবিলিটি ইত্যাদিতে প্রকাশ করেছেন। তিনি ইতোমধ্যে একটি বই এবং একাধিক বইয়ের চ্যাপ্টার প্রকাশ করেছেন এবং তার গবেষণা বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন কনফারেন্সে উপস্থাপন করেছেন। ইতোমধ্যে তার প্রকাশিত নব্বইটিরও বেশি গবেষণা সম্পর্কে রিসার্চগেটসহ বিভিন্ন মাধ্যমে লক্ষাধিক মানুষ জ্ঞানার্জন করেছেন এবং সহস্রাধিক প্রকাশিত গবেষণায় তার কাজকে সাইট করা হয়েছে।
তার গবেষণার ফলাফল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশের গ্রামীণ সমাজ বিশেষত চরাঞ্চলের লক্ষাধিক মান
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।