সফলতার দিকে আরও এক ধাপ এগোতে এবার কানাডার পথে রিশাদ
BCYSA NEWS: গত বছর বৈজ্ঞানিক গবেষণা, একাডেমিক গবেষণাপত্র প্রকাশ ও গবেষণাপত্রের সঙ্গে চীন-বাংলাদেশ বন্ধুত্ব প্রচারে অবদানের জন্য বাংলাদেশি শিক্ষার্থী মো. রিশাদ আহমেদ অর্জন করেন ইউনিভার্সিটির সেরা ছাত্র পুরস্কার- ২০২০ (Excellent Students Award- 2020)। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। সফলতার উচ্চ শিখরে ওঠার ধাপ হিসেবে এবার তিনি কানাডায় গবেষণার জন্য ডাক পেলেন।
বিগত বছর তিনি চীনের শ্যান্ডং প্রদেশের জিনান ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তিতে স্নাতকোত্তর অর্জন করেন। এটি ছিলো তার দ্বিতীয় মাস্টার্স। এ প্রসংগে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ঠিক ৩ বছর ৪ মাস আগে চীনে আসি দ্বিতীয় মাস্টার্স করতে। দ্বিতীয় মাস্টার্স কেন? সহজ উত্তর, আমি যে বিষয়ে পড়েছিলাম তা ছিল মাল্টি-বিষয়ক এবং তার অস্তিত্ব আর বাংলাদেশে নেই। কিন্তু মূল উদ্দেশ্য ছিল নিজেকে সময়ের সাথে তৈরি করা। জ্ঞান অর্জনে সুদূর চীনের ভ্রমণ এখানেই হয়তো শেষ। তবে, চীনে বসবাসের এই সংক্ষিপ্ত সময়ে যা শিখলাম এবং উপভোগ করলাম তা কখনো ভুলবো না।"

তিনি আরো বলেন, "সময় এসেছে,
অধিক জনসংখ্যার দেশ থেকে অধিকতর বেশি আয়তনের দেশে যাবার। আলহামদুলিল্লাহ্,
আল্লাহ্ এর অশেষ রহমতে পিএইচডির পড়াশুনা শুরু করতে যাচ্ছি কানাডার
École de Technologie Supérieure (ÉTS), Montreal, Quebec এ। একইসাথে গবেষক হিসেবে কাজ করবো CHU Sainte-Justine Hospital
Research Centre এ। সবাই দোয়া করবেন।"
উল্লেখ্য, মো: রিশাদ আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে যথাক্রমে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। স্নাতকোত্তর শেষে তিনি First Capital University of Bangladesh (FCUB), চুয়াডাঙ্গার ইইই বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি শিক্ষা ছুটি নিয়ে চীনে পড়াশোনার উদ্দেশ্যে পাড়ি জমান।
জনাব রিশাদ বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর
একজন কার্যনির্বাহী সদস্য। তিনি BCYSA NEWS এ চীন সম্পর্কিত নানাবিধ
বিষয়ে লেখালেখি করতেন।
প্রতিবেদকঃ সাব্বির আহম্মেদ
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
news.bcysa@outlook.com।