চীনের থ্রি গরজেস বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন
BCYSA
NEWS: বাংলাদেশ ছাত্রলীগ (চীন শাখা), হুবেই প্রদেশ ছাত্রলীগের আয়োজনে চীনের থ্রি গরজেস
বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার ৫০ তম সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী
উদযাপন করা হয়। সন্ধ্যা ৭:৩০ মিনিটে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করার মাধ্যমে অনুষ্ঠান
শুরু করা হয়।
পরবর্তীতে কেক
কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। উক্ত অনুষ্ঠানে দল মত নির্বিশেষে
বাংলাদেশী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতার তাৎপর্য, নাগরিক হিসেবে
আমাদের দায়িত্ব, দেশকে এগিয়ে নিতে আমাদের করনীয়, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের অবদান ও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুবেই প্রদেশ ছাত্রলীগের সহ-সভাপতি আশিক হাওলাদার আবির, সহ-সভাপতি দ্বীপায়ন রায়, সাধারণ সম্পাদক দ্বীন মুহাম্মদ প্রিয়, ক্রীড়া বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক রেজয়ান আহমেদ নয়ন ও আব্দুর রউফ সহ প্রমুখ।
প্রতিবেদক
দ্বীপায়ন রায়,
ইচাং, হবেই, চীন
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।