
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা এশিয়া প্যাসিফিক এর চেয়ারম্যান নির্বাচিত

সাব্বির আহম্মেদ: এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন বাংলাদেশ দূতাবাস বেইজিং, চীনে কর্মরত কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল রশীদ। চীনে নিযুক্ত ১১৮টি দেশের ২৪০ জন সামারিক কূটনৈতিকদের কেন্দ্রীয় সংগঠন Beijing Military Attaché Corps (BMAC) এর ২৭টি দেশের ৭০ জন সামরিক কূটনৈতিক নিয়ে তৈরি হয়েছে এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফোরাম। কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল রশীদ ০১ জানুয়ারি ২০২৩ হতে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত এশিয়া প্যাসিফিক রিজিওনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত ১৭ নভেম্বর ২০২২ তারিখে এশিয়া প্যাসিফিক রিজিওনালভুক্ত সামরিক কূটনৈতিকদের আনুষ্ঠানিক এজিএম এর মাধ্যমে সকল সদস্যদের ভোট ও আনুষ্ঠানিক সমর্থনের সাথে তিনি চেয়্যারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এশিয়া-প্যাসিফিক রিজিওনভূক্ত সকল দেশের পক্ষে তিনি সামরিক কূটনৈতিক হিসেবে প্রতিনিধিত্ব করবেন।
কমান্ডার মোস্তফা বাংলাদেশ নৌবাহিনীর একজন স্বনামধন্য কর্মকর্তা। তিনি দেশে ও বিদেশে সামরিক কৌশল, যুদ্ধ বিষয়ে মহড়ায় অংশগ্রহণ ও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন চ্যালেঞ্জিং ও অপাশেরনাল দায়িত্বে নিয়োজিত ছিলেন। চাকুরি জীবনে তার সাহসিকতা ও অসামান্য পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ কোস্টগার্ড পদক, রাষ্ট্রপতি পুলিশ পদক, শুদ্ধাচার পদকসহ বিভিন্ন সম্মানসূচক পদকে ভূষিত হয়েছেন ।
কমান্ডার মোহাম্মদ মোস্তফা কামাল রশীদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বেইজিংস্থ সামরিক ও কূটনৈতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং প্রভাব বৃদ্ধি পাবে। চীনের উর্ধ্বতন সামরিক মহলের সাথে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি সাধিত হবে। নিয়মিত সভা ও সেমিনারে যোগদানের ফলে বিভিন্ন কোম্পানী ও সংস্থার সাথে বাংলাদেশের সামরিক যোগাযোগ ও সমন্বয় এক ধাপ অগ্রগতি সাধিত হবে বলে প্রতীয়মান।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।