ন্যাশনাল হলিডে ও মাও সে তুং এর দেশ হুনান ভ্রমণ
সাব্বির আহমেদ রকি: চায়নিজ হলিডে
মানেই আমার মন খারাপের দিন। সবাইকে দেখতাম কী সুন্দর লাগেজ গুছিয়ে যার যার বাসায় ফিরে
যাচ্ছে। আর সেগুলো দেখে খুব মন খারাপ হতো। মনে হতো আমিই একমাত্র অভাগা যার যাওয়ার মতো
কোনো বাড়ি নেই। তাই, হলিডেতে এদিক সেদিক ঘুরতাম, বাংলাদেশী ভাই-বেরাদররা মিলে আড্ডা
দিতাম। কিন্তু ওই যে উৎসব উৎসব ভাব নিয়ে বাড়ি ফেরা, পরিবারের সবার সঙ্গে মিলিত হওয়া,
সবাই মিলে একসঙ্গে ঘুরাঘুরি করা—এটা খুব মিস করছিলাম। আর তাই, এবার চাইনিজ ন্যাশনাল
হলিডেতে চাইনিজ বন্ধু তার গ্রামের বাড়ি হুনানে যাওয়ার আমন্ত্রণ দিলে না করিনি। আমি
গ্রামের ছেলে। গ্রাম আমার কাছে মায়ের মতোই। বরাবরই গ্রাম আমার খুব পছন্দের জায়গা। ওই
যে বলে না, আপন পরিবেশে ফেরার মতো আনন্দ আর কিছুতে নেই। তাই, গ্রামে বেড়াতে যাওয়ার
আমন্ত্রণে মনে রোমাঞ্চ কাজ করছিল।
নির্দিষ্ট দিনে হুনান প্রদেশের শাওইয়াং জেলার দংকউ এর উদ্দেশ্যে বন্ধুর ব্যক্তিগত গাড়িতে চড়ে রওনা দিই। চাইনিজ জাতীয় দিবসের ছুটি হওয়ায় রাস্তায় ছিল প্রচুর জ্যাম। ফলাফল, শেনঝেন থেকে ১১ ঘন্টার রাস্তা যেতে লাগল ২২ ঘন্টা। রাস্তায় এত জ্যাম দেখে মনে হচ্ছিল ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। ভেতরে একটা ফুরফুরে ভাব কাজ করছিল।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : news.bcysa@outlook.com।