
বাংলাদেশী শিক্ষার্থীদের আয়োজনে চীনে অনুষ্ঠিত হল ক্রিকেট টুর্নামেন্ট

BCYSA NEWS: ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঝেংঝো বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল মাসব্যাপী বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। বিপিএল এর দ্বিতীয় আসরে মাসব্যাপী চলা দারুণ উত্তেজনাপূর্ণ এই টুর্নামেন্টের ১৯ মার্চ গ্র্যান্ড ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী ঘটে।
বিপিএল দ্বিতীয় আসর এই টুর্নামেন্টের পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন ঝেংঝো বিশ্ববিদ্যালয়ের ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বাংলাদেশি শিক্ষক সহযোগী অধ্যাপক আশরাফুল আলম, মো. শরীফুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, আবদুল্লাহ আল মামুন এবং মাসুম প্রধানিয়াসহ আরোও অনেকে।
ঝেংঝো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত স্নাতক, মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের মধ্য থেকে অঞ্চল ভিত্তিক মোট চারটি দলের অংশগ্রহণে আসরের গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে
অংশগ্রহণকারী দল গুলো হলো ঢাকা কিংস, চট্টগ্রাম ওয়ারিয়র্স,
নোয়াখালী ভাই কিংস এবং সিলেট সুপার স্ট্রাইকার।
গ্রুপ পর্বে প্রতিটি দল বিপক্ষ দলের সাথে দুটো করে ম্যাচ খেলে এবং প্রতিটি দল চূড়ান্ত পর্বে খেলার জন্য সর্বমোট ছয়টি করে ম্যাচ খেলে। এভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটো দল ঢাকা কিংস এবং চট্টগ্রাম ওয়ারিয়র্স এর মধ্যে ফাইনাল ম্যাচ হলে ঢাক কিংস বিজয়ী হয়।
টুর্নামেন্টে সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট শিকার করে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ওয়ারিয়র্স এর খেলোয়াড় মায়েজ উদ্দিন শাকিল। ফাইনাল ম্যাচ এর ম্যান অব দ্যা ম্যাচ পদক জিতেছেন ঢাকা কিংস এর অধিনায়ক মেহেদী হাসান বাবু। টুর্নামেন্টের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়নস ট্রফি ও প্রাইজমানির চেক এবং রানার্স আপ দলের হতে রানার্স আপ ট্রফি তুলে দেন।
পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিপিএল টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা পরিচালনা করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি আগামী বছর আরও জমকালো ভাবে বিপিএল সিজন তিন আয়োজনের আশাবাদ ব্যক্ত করে।
উল্লেখ্য, ২০১৯ সালে এই টুর্নামেন্ট এর প্রথম আসর সফলভাবে আয়োজিত হয় কিন্তু করোনা
মহামারীর জন্য গত তিন বছর এ আয়োজন সম্ভব হয়নি। এই বছর চীনা সরকার করোনাভাইরাস সংক্রান্ত
যাবতীয় বিধিনিষেধ শিথিল করায় বিপিএল টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করে আয়োজক কমিটি।
BCYSA/ Sagar
Hossain
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।